শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সাবধান! নিজের আধার কার্ড সুরক্ষিত রাখতে চান? মেনে চলুন এই নিয়মগুলি

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ৪, ২০২২, ১১:৪২ পিএম | আপডেট: আগস্ট ৮, ২০২২, ০২:৩৬ পিএম

সাবধান! নিজের আধার কার্ড সুরক্ষিত রাখতে চান? মেনে চলুন এই নিয়মগুলি
সাবধান! নিজের আধার কার্ড সুরক্ষিত রাখতে চান? মেনে চলুন এই নিয়মগুলি

অনেক সময় অনেক জায়গায় আধার কার্ড ডকুমেন্ট হিসেবে জমা দিতে হয়। সেখানে আমরা ফটোকপি দিয়ে থাকি, কিন্তু সম্প্রতি UIDAI জানাচ্ছে এটি একদমই সুরক্ষিত নয়। ও এটি করা থেকে বিরত থাকতে বলেছে। ভারত সরকার দ্বারা জারি করা এই নিয়মগুলি পালন করার কথা বলা হয়েছে আধার কার্ড ব্যবহার ও শেয়ার করার সময়। একনজরে দেখে নিন সেই নিয়মগুলি-

সবসময় আধার কার্ড ডাউনলোড করবেন দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) অফিসিয়াল পোর্টাল থেকে, অন্য কোথাও এটি চেষ্টা করবেন না। অরিজিনাল পোর্টালটি হলো- https://eaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar

খুব জরুরি দরকার হলেই এটি মনে রাখবেন যে কোনও পাবলিক কম্পিউটার, ল্যাপটপ অথবা সাইবার কাফে থেকে নিজেদের ই-আধার কার্ড ডাউনলোড করা উচিত নয়। এমন কোনো বিশেষ প্রয়োজন হলে ডাউনলোড করলেও সেই সিস্টেম থেকে নিজেদের ই-আধার কার্ডের সমস্ত ডকুমেন্ট এবং সেভ করা ফাইল ডিলিট করে দেওয়া প্রয়োজন।

সুরক্ষার আরও একটি স্তর বাড়ানোর জন্য অনলাইনে সেটি লক করে রাখতে পারেন। UIDAI এর মাধ্যমে সেটি লক এবং আনলক করা সম্ভব। এই ক্ষেত্রে খুলতে হবে এমআধার (mAadhaar) অ্যাপ এবং এই লিঙ্কের মাধ্যমে সেটি করতে পারবেন - https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock

কোনো জায়গায় আধার কার্ডের কপি দিলে নিজেদের আধার নম্বর না জানাতে চাইলে সেখানে ভিআইডি অথবা মাস্কড আধার ব্যাবহার করতে পারেন। যেটি সুরক্ষিত রাখবে নিজেদের আধার কার্ডের তথ্য। এই লিঙ্কের মাধ্যমে এটি ডাউনলোড করতে পারবেন। - https://myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar

নিজের চালু থাকা মোবাইল নম্বর সবসময় আধার কার্ডের সঙ্গে যুক্ত রাখা প্রয়োজন। পুরনো মোবাইল নম্বর এবং ইমেল আইডি আধার কার্ডের সঙ্গে যুক্ত করা থাকলে সেটি আপডেট করে নিন। এটিও করা যাবে UIDAI-এর ওয়েবসাইট থেকেই।