বেসরকারি টেলিকম সংস্থাগুলির কাছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে bsnl নিত্যনতুন প্লান নিয়ে আসতেই থাকে। তবে এই প্ল্যান গুলি নতুন না হলেও বেশ কার্যকরী।
BSNL 18 টাকার প্ল্যান: BSNL-এর এটি একটি কম্বো প্ল্যান, যাতে গ্রাহকরা আনলিমিটেড কল, আনলিমিটেড ভিডিও কল এবং আনলিমিটেড ডেটা পাবেন। BSNL-এর এই প্ল্যানে, 1GB ডেটা ব্যবহার করার পরে ইন্টারনেটের স্পিড হবে 80kbps। এছাড়া, জেনে রাখুন বিএসএনএল-এর এই সমস্ত প্ল্যানগুলি পশ্চিম উত্তরপ্রদেশ সার্কেলে পাওয়া যাবে।
BSNL 29 টাকার প্ল্যান: BSNL-এর 29 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং পাওয়া যাবে যাতে আপনি লোকল এবং নেশনাল কল যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলতে পারেন। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা মাত্র 1GB হাই স্পিড ডেটা পাবেন। পাশাপাশি, BSNL-এর এই প্ল্যানের ভ্যালিডিটি 5 দিনের জন্য থাকবে।
BSNL 49 টাকার প্ল্যান: ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) হাই-স্পিডের ডেটা সহ গ্রাহকদের জন্য 49 টাকার প্ল্যান চালু করেছে৷ এই প্ল্যানে গ্রাহকরা 20 দিনের জন্য 1GB হাই স্পিড ডেটা অফার করা হচ্ছে। এর সাথে, ইউজাররা BSNL-এর এই প্ল্যানে 100 মিনিট ভয়েস কল সুবিধা পাবেন।
আপনার মতামত লিখুন :