দোলের পরেই এই তিন রাশিতে প্রবেশ করবে সূর্য! টাকায় ভরে যাবে এই তিন রাশির জীবন

By Bongnews24x7

Published On:

Follow Us

চলতি বছরে মহাকুম্ভে গিয়ে পুণ্য লাভ করেছেন বহু মানুষ। গোটা ভারতবর্ষ জুড়ে কোটি কোটি মানুষ ছুটে গিয়েছিলেন প্রয়াগরাজের পবিত্র ত্রিবেণী সঙ্গম স্নান করতে। তারপর মহা শিবরাত্রি। আর এবার ভারতবাসীর কাছে আগামী ধর্মীয় উৎসব দোল বা হোলি।

আর এই হোলির পরেই কপাল খুলতে চলেছে এই তিন রাশির। চলুন দেখে নেওয়া যাক কোন দিন রাশির কপালে অর্থ যোগ রয়েছে। ১৪ই মার্চ দোল উৎসব। আর দোলের পরই অর্থাৎ ১৫ই মার্চ মীন রাশিতে প্রবেশ করবে সূর্যদেব। আর যা এই রাশির জাতক জাতিকাদের কাছে অত্যন্ত শুভ। বেশ ভালো রকম অর্থ লাভের যোগ রয়েছে এই তিন রাশির কাছে।

মীন রাশির জাতক জাতিকারা এই সময়ে ব্যবসায় দারুন সাফল্য পেতে পারেন। ব্যবসাতেও দারুন সাফল্যের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোন‌ও কাজ সহজেই হয়ে যাবে। এমনকি সম্পত্তি লাভেরও আশা রয়েছে। ‌

সূর্যের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতক-জাতিকারাও দারুণ ভাবে লাভবান হবেন। সূর্যের রাশি পরিবর্তনের ফলে ভীষণ উন্নতি হবে ব্যবসায়। বিবাহিত পুরুষদের জীবনের সুখী দাম্পত্য যোগ রয়েছে। নতুন চাকরিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও সূর্যের রাশির পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের কাছেও তা অত্যন্ত শুভ হতে চলেছে। বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now