ইন্টারনেটের সৌজন্যে এখন কোন কিছুই আর দূরে নয়। সমস্ত গণ্ডী পেরিয়ে সবকিছুই এখন হাতের মুঠোয়। এই যেমন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। এই সমস্ত ভাইরাল ভিডিও দেখে কখনও কখনও খারাপ লাগে, ভালো লাগে, আবার আনন্দাশ্রু আসে। আবার কিছু ভিডিও নির্ভেজাল মন ভালো করে দেয়।
আর এবার সেই রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যেখানে উঠে এসেছে সত্যিকারের বন্ধুত্বের চরম নিদর্শন। আজকের দিনে দাঁড়িয়েও এমন খাঁটি বন্ধুত্ব হয়? স্কুল থেকে নিয়ে যাওয়া হবে ঘুরতে, তার জন্য শিক্ষার্থীদের দিতে হবে চাঁদা। কিন্তু ছোট প্রিন্সের চাঁদা দেওয়ার ক্ষমতা নেই। তাহলে কি তার ঘুরতে যাওয়া হবে না?
অসহায় প্রিন্স নাই বলেছে, কারণ তার সামর্থ্য নেই যাওয়ার। কিন্তু বন্ধু যাবেনা আর বাকি সবাই ঘুরতে যাবে এমনটা হয় নাকি! নারাজ বন্ধুরাও। গেলে সবাই যাবো। আর তাই প্রিন্সের দিকে হাত বাড়িয়ে দিল ক্লাসের সমস্ত খুদে সদস্য। ক্লাস শিক্ষিকার সাহায্যও তারা নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিল। তারাই সমস্ত উদ্যোগ নিয়ে টাকা জোগাড় করেছে। আর এমনই ঘটনা ঘটেছে নেপালের এক স্কুলে।
আর এই মন ছুঁয়ে যাওয়া ঘটনাটি ঘটেছে, নেপালের স্মাইল হেভেন স্কুল। সেখানকারই শিক্ষিকা মি সাংগে। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা মিলেছে এই আবেগঘন মুহূর্তের। সেই জন্যই পুরো ঘটনার ভিডিও করে রেখেছেন ওই শিক্ষিকা। বন্ধুদের এমন ভাবে তাকে আঁকড়ে রাখা, তাকে ছেড়ে না যাওয়া মুগ্ধ করে এসেছে প্রিন্সকে, চোখ ভিজে গেছে জলে। প্রিন্স কাঁদছে। সেই ভিডিওতে দেখা গেছে প্রিন্সকে কাঁদতে দেখে হইহই করে সব বাচ্চারা দৌড়ায় প্রিন্সের দিকে। গলা জড়িয়ে আদর করতে থাকে। কেউ আবার চোখ মুছিয়ে দেয়। আজকের দিনে দাঁড়িয়ে এমন বন্ধু যে পেয়েছে সে তো সত্যিই ‘প্রিন্স।’