শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ক্রীড়াজগতে ইন্দ্রপতন! ওয়ার্নের প্রয়াণে টুইট করে শোকজ্ঞাপন বর্তমান থেকে প্রাক্তনীদের

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৯:৫৪ পিএম | আপডেট: মার্চ ৪, ২০২২, ১০:২৪ পিএম

ক্রীড়াজগতে ইন্দ্রপতন! ওয়ার্নের প্রয়াণে টুইট করে শোকজ্ঞাপন বর্তমান থেকে প্রাক্তনীদের
ক্রীড়াজগতে ইন্দ্রপতন! ওয়ার্নের প্রয়াণে টুইট করে শোকজ্ঞাপন বর্তমান থেকে প্রাক্তনীদের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ক্রীড়াজগতে ইন্দ্রপতন। মাত্র ৫২ বছর বয়সেই চলে গেলেন স্পিনের জাদুকর শেন ওয়ার্ন। থাইল্যান্ডের কো সামুইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। শেন ওয়ার্নের মৃত্যুর খবরে, বিধ্বস্ত ক্রিকেট দুনিয়া।

ওয়ার্নের ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে লেখা হয়েছে, ‘শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গিয়েছে। মেডিক্যাল স্টাফদের সেরাটা দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে। সময় এলে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে।’ এদিকে, ওয়ার্নের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে।

ওয়ার্নের মৃত্যুতে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটের মহারথীরা টুইট করে শোকজ্ঞাপন করেছেন। কী বললেন তাঁরা ওয়ার্নের প্রতি শোকবার্তায়? তুলে ধরা হল এই প্রতিবেদনের মাধ্যমে। 

কিংবদন্তি এই ক্রিকেটারের জন্ম ১৯৬৯ সালে। টেস্ট ক্রিকেটে আরও এক কিংবদন্তি স্পিনার শ্রীলঙ্কার মুরলিধরনের পরই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শেনের ঝুলিতে। আইপিএল-এর প্রথম জয়ী দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন শেন। শুধু কি তাই! বাইশ গজের এই জনপ্রিয় খেলা ক্রিকেটের সর্বকালের সেরাদের মধ্য অন্যতম ছিলেন শেন ওয়ার্ন। ১৫৪টি টেস্টে ৭০৮টি টেস্ট উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর ঝুলিতে। টেস্ট ক্রিকেটের পাশাপাশি একদিনের ক্রিকেটেও তিনি সমান সফল। ১৯৪ ম্যাচে ২৯৩ টি ইউকেট রয়েছে তাঁর ঝুলিতে।