আজই মুম্বইতে বিসিসিআইয়ের (BCCI) বার্ষিক সভাতেই চূড়ান্ত হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিদায়। তাঁর জায়গায় ভারতীয় বোর্ডের মসনদে বসলেন রজার বিনি (Roger Binny)। সৌরভ-পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বিনির নাম ঘোষনার দিনেও বোর্ডের বৈঠকে স্বমহিমায় উপস্থিত ছিলেন মহারাজ। জয় শাহ, রাজীব শুক্লাকে দু’পাশে রেখে বৈঠকের মধ্যমণি হয়ে বসেছিলেন তিনিই।
সৌরভ (Sourav Ganguly) এদিন বোর্ডের সভায় গেলেন, উত্তরসূরি রজার বিনিকে কাজকর্ম বুঝিয়ে দিয়ে শুভেচ্ছা জানালেন এবং সেই সঙ্গে আর একটা জল্পনাও জিইয়ে রাখলেন। তবে কি সত্যিই আইসিসির চেয়ারম্যান পদে ভারতীয় বোর্ডের তরফে প্রার্থী হবেন মহারাজ? আইসিসির (ICC) নির্বাচনে বিসিসিআই অংশ নেবে নাকি বর্তমান চেয়ারম্যান বার্কলের উপরই ভরসা রাখা হবে? তা নিয়ে মঙ্গলবারের বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। বোর্ডের বৈঠকের এজেন্ডায় ৮ নম্বরে রাখা হয়েছিল আইসিসির নির্বাচনের ইস্যুটি। কিন্তু বোর্ড সূত্রের যা খবর তাতে শেষপর্যন্ত এদিন সেভাবে এই ইস্যুতে আলোচনা হয়নি। ফলে আইসিসির নির্বাচনে ভারতীয় বোর্ডের তরফে সৌরভকেই প্রার্থী করা হবে নাকি আইসিসির ভোটে ভারতীয় বোর্ড অংশই নেবে না, এই সিদ্ধান্ত ঝুলেই রইল।
এদিন বৈঠক শেষে সৌরভ নিজেও এ নিয়ে কিছু বলেননি। তিনি শুধু বলে গেলেন, “আমি রজার বিনিকে (Roger Binny) শুভেচ্ছা জানাই। ভারতীয় বোর্ড দারুণ লোকেদের হাতে রয়েছে। ভারতীয় ক্রিকেটও খুব শক্তিশালী। আমি সকলকে শুভেচ্ছা জানাই।” আইসিসি চেয়ারম্যানের লড়াইয়ে বিসিসিআই আদৌ অংশ নেবে কিনা, তা এখনও পরিষ্কার নয়।
এমনিতে আইসিসি চেয়ারম্যানের পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর। এরপর আগামী ১১-১৩ নভেম্বর মেলবোর্নে আইসিসি-র বোর্ড মিটিং। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন, শেষপর্যন্ত হয়তো আইসিসির চেয়ারম্যান রূপে দেখা যেতে পারে মহারাজকে৷ মনে করা হচ্ছিল মঙ্গলবারের বৈঠকেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু সেটা হল না। উলটে পরিস্থিতি আরও খানিক ঘোরাল হয়ে গেল।
তবে মাঝখানে আরও দু’দিন সময় আছে। এর মধ্যে এ নিয়ে আলোচনা হতেই পারে। এর মধ্যে পরিস্থিতি আরও বদলে যেতে পারে। আপাতত যা পরিস্থিতি তাতে ২০ অক্টোবরের আগে সৌরভের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে এদিন বোর্ডের মিটিংয়ে সৌরভের উজ্বল উপস্থিতি তাঁর আইসিসি যাওয়া নিয়ে জল্পনা বাড়িয়েছে বই কমায়নি।
আপনার মতামত লিখুন :