২০২২ কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) অবশেষে পদক-ভাগ্য খুলল ভারতের। শনিবার ভারোত্তোলন থেকে এল দেশের প্রথম পদক। পুরুষদের ৫৫ কেজি ভারোত্তোলনের ফাইনালে রুপো জিতলেন ভারতের সংকেত সারগার (Sanket Sagar)। তাঁর সাফল্যে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) থেকে দেশের সকল মানুষ।
এদিন অল্পের জন্য সোনা হাতছাড়া হল সংকেতের৷ ফাইনাল চলাকালীনই কনুইয়ে চোট পান তিনি। সম্ভবত সেই কারণেই সোনা জিততে ব্যর্থ হন তিনি। সংকেত তাঁর প্রথম প্রচেষ্টায় ৫৫ কেজি স্ন্যাচ ক্যাটাগরিতে ১০৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১১১ কেজি ও তৃতীয় প্রচেষ্টায় তোলেন ১১৩ কেজি।
এরপর ৫৫ কেজি ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে প্রথম প্রচেষ্টায় ১৩৫ কেজি ভারত উত্তোলন করেন সংকেত। দ্বিতীয় প্রচেষ্টাতেই কনুইয়ে চোট পান তিনি। কিন্তু সেই চোট নিয়েও দ্বিতীয় চেষ্টায় ১৩৮ কেজি ওজন তোলেন সংকেত। এরপর তৃতীয়বার তিনি ১৪১ কেজি ওজন তোলার চেষ্টাও করেন। কিন্তু চোটের জন্য আর সম্ভব হয়নি। ফলে রুপো নিয়েই শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হল সংকেতকে।
এই বিভাগে সোনা পেয়েছেন মালয়েশিয়ার আনিক কাসদান। তিনি দু’বারের প্রচেষ্টায় সব মিলিয়ে ২৪৯ কেজি ভার তুলে জিতে নেন সোনা। সংকেত তাঁর থেকে মাত্র ১ কেজি কম ওজন তুলে রুপো পেলেন। আর এই পদক দিয়েই এবারের কমনওয়েলথ গেমসে নিজেদের খাতা খুলল ভারত। সংকেতের কৃতিত্বে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এবারের কমনওয়লেথ গেমসে বেশ ভালোই ছন্দে রয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। প্রথম দিন হকিতে পুল এ ম্যাচে ঘানার বিরুদ্ধে ৫-০ গোলে জিতেছে ভারতীয় মহিলা দল। ব্যাডমিন্টনেও মিক্সড টিম ইভেন্টে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। সাঁতারের বিভিন্ন ইভেন্টেও ফাইনালে উঠেছে ভারত। এবার দ্বিতীয় দিনে ভারত্তোলেন ইতিমধ্যেই দেশকে প্রথম পদক এনে দিলেন সংকেত। তিনি ছাড়াও এবার ভারতের মীরাবাঈ চানু, পি গুরুরাজ, এস বিন্দ্যারানি দেবীদের কাছে পদকের আশায় বিভোর দেশবাসী।
আপনার মতামত লিখুন :