বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতিকেই ধ্বংস করে দেওয়ার এক লীলা চলছে। একের পর এক মূর্তি স্মৃতিসৌধ ভাঙার পর এবার মৌলবাদীদের লক্ষ্য ছিল ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। বুধবার পেরিয়ে বৃহস্পতিবার আজও চলছে সেই বাড়ি ভাঙার কাজ।
এই বাড়ি ভাঙায় কোনও খেদ নেই বরং আনন্দ উৎসবে মেতেছেন এক শ্রেণীর বাংলাদেশী। গতকাল অর্থাৎ বুধবার ভার্চুয়ালি বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। তবে তার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে আওয়ামী লীগ ও ছাত্র লীগ। আর হাসিনা বিরোধীদের ক্ষোভ তো ছিলই সেইসঙ্গে এই ভাষণ আরও ক্রোধের জন্ম দেয়। আর যা গিয়ে পড়ে শেখ মুজিবের স্মৃতি বিজরিত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির উপর।

শুধু তাই নয় এই বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন হাসিনা বিরোধীরা। সমাজমাধ্যমে ডাক দেওয়া হয়, ‘মার্চ টু ধানমন্ডি ৩২’! আর এর পরেই মৌলবাদীরা তান্ডব চালায় ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়ির অর্ধেকাংশ। আজও চলছে সেই বাড়ি ভাঙার যজ্ঞ। রাতে বুলডোজার, ক্রেন দিয়ে ভাঙা হয় বঙ্গবন্ধুর বাড়ি।
বাংলাদেশি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয় ধানমন্ডিতে রয়েছে শেখ হাসিনার বাড়িও। গতকাল রাতে সেই বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্রমশ ঢাকার বাইরেও বেরিয়ে যাচ্ছে হাসিনা বিরোধী আন্দোলন। খুলনাতে ভেঙে দেওয়া হয়েছে শেখ হাসিনার কাকার বাড়িও। এছাড়াও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হাসিনার সংসদদের বাড়ি।