ভারতবর্ষের মতো জায়গায় মন্দির, মসজিদ, রাস্তাঘাট সর্বত্রই ভিখারিদের রমরমা। শুধু তাই নয় মেলা থেকে শুরু করে শপিংমলের বাইরে সর্বত্রই হাত পেতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। বহু মানুষ তাদের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দেন।
আর এবার সেই রকমই এক ভিখারির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে গিয়ে বেকায়দায় পড়লেন এক যুবক। ভিখারিকে দশ টাকা দেওয়ার জন্য তার নাকি এক বছরের জেল যাত্রা পর্যন্ত হতে পারে। কিন্তু কেন? এই ধরনের শাস্তির মুখে কেন পড়তে হলো ওই যুবককে?
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। যেখানে রাজ্য সরকার ইন্দোরকে ভিখারী মুক্ত শহরে পরিণত করার এক অভিনব উদ্যোগ নিয়েছে। সেখানে যদি কোনও ব্যক্তি কোন ভিখারিকে অর্থ প্রদান করে তাহলে তার জন্য নির্ধারিত হয়েছে শাস্তি। গত ১৬ ই ডিসেম্বর এই মর্মে ইন্দোর জুরে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর তারপর ওই যুবক এক ভিখারিকে দশ টাকা দেওয়ার কারণে গ্রেফতার হয়েছেন।
পেশায় গাড়িচালক ওই যুবকের নামে থানায় এফ আই আর হয়েছে। পুলিশ জানিয়েছে ভিক্ষা দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে গোটা মধ্যপ্রদেশ জুড়েই। আর তা জানার পরও এই ঘটনা ঘটানোর কারণে ওই যুবকের উপর এফ আই আর হয়েছে । একই সঙ্গে জানা গেছে, ১৫ দিনের মধ্যে এই নিয়ে দু’বার দু’জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ভিক্ষা দেওয়ার অপরাধে। শুধু ভিক্ষা দেওয়ায় নয় কোনও ভিখারিকে কোনও জিনিস কিনেও দেওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
তাহলে এই ভিখারিরা যাবে কোথায়? তাদের নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য? এই মর্মে জানা গেছে, বিগত ৬ মাসে ইন্দোর শহর জুড়ে ৬০০ জনেরও বেশি মানুষকে ভিক্ষা করতে দেখা গিয়েছে, তাদের সবাইকে রিহ্যাব পাঠানো হয়েছে। এছাড়াও ১০০-রও বেশি শিশুকে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে পাঠানো হয়েছে। এছাড়াও কাউকে যদি এখনও ভিক্ষা করতে দেখা গেছে এইরকম খবর প্রেরণকারী ব্যক্তিদের ১০০ টাকা করে ইনাম দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।