সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন সমস্ত ঘটনাই আমাদের হাতের মুঠোয় চলে আসে। সেই সমস্ত ঘটনার মধ্যে কিছু ঘটনা দেখলে আর হিম হয়ে যায়, শরীর দিয়ে বয়ে যায় হালকা হিমেল স্রোত। আর এবার সেই রকমই এক ঘটনা ঘটলো। তবে ঘটনা পরবর্তী এক তৃপ্তি আছে কারণ অঘটন ঘটে যায়নি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে প্ল্যাটফর্ম ছেড়ে বেরোতে শুরু করেছে দূরপাল্লার ট্রেন। আর সেই সময় হন্তদন্ত হয়ে কাঁধে ব্যাগ নিয়ে ছুটতে ছুটতে এসে ট্রেন ধরার চেষ্টা করেন এক যুবক। হড়কে যায় পা, ঢুকে যান ট্রেন ও প্লাটফর্মের মাঝে লাইনে।
এই ঘটনাটি যখন ঘটে তখন সেখানে উপস্থিত ছিলেন এক আরপিএফ জওয়ান। ঘটনা ঘটতে দেখে ওই জওয়ান ছুটে আসেন এবং নিজের প্রাণের ঝুঁকি নিয়ে টেনে তোলেন ওই যুবককে। প্রাণে বেঁচে যান ওই যুবক। সঙ্গে সঙ্গে সেই জায়গায় ছুটে আসেন আরও অনেক জওয়ান।
'Operation Life Saving' at Andheri Railway Station; Passenger Rescued While Boarding Moving Train.
Andheri, February 16, 2025: A crucial rescue operation under 'Operation Life Saving' took place today at platform number 8 of Andheri railway station. As Lokshakti Express (Train… pic.twitter.com/leu4O2Sz0P
— SUDHAKAR EDWIN NADAR (@nadarsudhakar29) February 16, 2025
বারবার নিষেধ করা সত্ত্বেও মানুষ নিজের প্রাণের ঝুঁকি নিতে ভোলেন না। চলন্ত ট্রেনে বারবার নিষেধ সত্ত্বেও উঠতে যান যাত্রীরা ফলস্বরূপ ঘনিয়ে আসে মৃত্যু। কানে হেডফোন দিয়ে রাস্তা পারাপার, রেল লাইনে দাঁড়িয়ে রিলস বানানো বারবার বলা সত্ত্বেও টনক নড়েনি আমজনতার। এই ঘটনা তারই উদাহরণ।
‘হংসরাজ মীনা’ নামে এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি। লক্ষাধিকবার দেখা হয়েছে সেই ভিডিও। এই ভিডিয়োটি দেখে যেমন নেটিজেনরা আরপিএফ জওয়ানের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তেমনই ওই যুবককে চলন্ত ট্রেনে বোকার মতো ওঠার জন্য ভৎর্সনা করেছেন।