পাকিস্তানের বিপক্ষে ও জ্বলে ওঠে, ও বদলে যায়! বিরাট কে নিয়ে কি বললেন রোহিত?

By Bongnews24x7

Published On:

Follow Us

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষে সবথেকে বড় বিনোদনের নাম অবশ্যই ক্রিকেট। আসলে ক্রিকেট এমন একটা খেলা যা সমস্ত স্তরের মানুষকে একত্রিত করে। ক্রিকেটের প্রতি ভারতের আবেগ যেন অকৃত্তিম। তবে শুধুমাত্র ভারতবর্ষ নয়, বাংলাদেশ, পাকিস্তান ভারতের প্রতিবেশী সমস্ত দেশের মধ্যেই ক্রিকেট নিয়ে এক অন্যরকমের উন্মাদনা আছে।

আর বর্তমান সময়ে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর যাকে ঘিরে উন্মাদনার পারদ চড়েছে। পাকিস্তানের মাটিতে আয়োজিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও ভারতের খেলা হচ্ছে দুবাইতে। ‌ বাংলাদেশের বিপক্ষে জেতার পর এবার পাকিস্তান ছিল ভারতের সামনে। আর সেই ম্যাচকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে।

আসলে ভারত-পাকিস্তান ম্যাচ হাইভোল্টেজ। ‌ সীমান্তের উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্রিকেটের মাঠেও। আর তাই বরাবরের মতোই ক্রিকেট বিশ্বের নজর ছিল এই ম্যাচের উপরে। ভারত জিতবে না পাকিস্তান? এই মুহূর্তে ছিল উত্তপ্ত আবহাওয়া। তবে শুধুমাত্র দুই দেশের ক্রিকেট সমর্থকরাই নয়, উত্তেজনা থাকে ক্রিকেটের মাঠে প্লেয়ারদের মধ্যেও।

গতকাল এক অভাবনীয় সেঞ্চুরি করে ভারতের জয় নিশ্চিত করেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার বিরাট কোহলি। তার ব্যাট অনেক মহাজাগতিক ইনিংসের সাক্ষী।‌ আর ফের একবার সেই ব্যাটে ভর করেই পাকিস্তানের বিরুদ্ধে জয় হাসিল করেছে ভারত। বিরাটের অতিমানবীয় ইনিংসে এখন মজে ভারতীয়রা।

তবে শুধুমাত্র ক্রিকেট সমর্থকরা নয় বিরাটের ইনিংসে বুঁদ তাঁর সহযোদ্ধারাও। বিরাটের ইনিংস দেখে তাঁর অন্যতম সহযোদ্ধা তথা ক্যাপ্টেন রোহিত শর্মা প্রশংসা করে বলেন, ‘বিরাটকে নিয়ে আমি আর আলাদা করে কী বলব? ও দেশের হয়ে পারফর্ম করতে পছন্দ করে। আর পাকিস্তান ম্যাচ হলে তো কথাই নেই। ও একটা আলাদা উত্তেজনা বোধ করে। কী ভাবে যেন বদলে যায়। এটা সবাই জানে। কি সুন্দর আজ নিশ্চিন্তে ম্যাচটা বের করে দিল।’ একইসঙ্গে তিনি বিরাটের পাশাপাশি প্রশংসা করেন নিজের বোলারদের।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now