তিনি মোটা, তিনি থলথলে হয়ে গেছেন। হারিয়েছেন খেলার যোগ্যতা। চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions trophy) তার পারফরম্যান্স দেখে এমনটাই বলছিল দেশবাসী। কিন্তু তিনি যে চ্যাম্পিয়ন। তিনি যে শ্রেষ্ঠ। সেটা গোটা টুর্নামেন্ট ধরে না বোঝালেও শেষ রাতে বাজিমাত করলেন তিনি।
তার রানে ভর করেই নিউজিল্যান্ডের করা বড় রানের বোঝা তাড়া করে ম্যাচ পকেটে ঢোকায় ভারত। হেভিওয়েট নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। তবে চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সময় থেকেই গুঞ্জন চলছিল এবার হয়তো ওয়ান ডে থেকে অবসর ঘোষণা করবেন রোহিত শর্মা (Rohit Sharma)।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারতের বিপক্ষে হেরে গিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের লেজেন্ডারি তারকা তথা অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ। আর গুঞ্জন চলছিল এবার হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরার খেতাব জিতে নিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত।
আসলে চলতি বছরে তার ফর্ম নিয়ে উঠতে শুরু করেছিল প্রশ্ন। ব্যাটে একেবারেই রান পাননি। সেই সঙ্গে বারবার উঠছিল তার ফিটনেস নিয়ে প্রশ্ন। একাধিক সহজ সহজ ক্যাচ ড্রপ করেছেন। আর এইসব কারণেই সমালোচনায় জেরবার হচ্ছিলেন তিনি। তবে ফাইনালে চেনা মেজাজে ফিরলেন তিনি।
তার আক্রমণাত্মক ব্যাটিং তার রানে ভর করেই চ্যাম্পিয়নস ট্রফি জেতার স্বপ্ন দেখল ভারত। তবে কি এবার তিনি অবসর নিচ্ছেন? জল্পনার অবসান ঘটালেন খোদ রোহিত। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বলেন, ‘তিনি অবসর নিচ্ছেন না। পুরোটাই গুঞ্জন। আর এই গুঞ্জন আরও না বাড়াই ভালো।’ রোহিত বুঝিয়ে দেন, তিনি ২০২৭ ওডিআই বিশ্বকাপও খেলতে পারেন।