বড় আপডেট! বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট, তবে কি এবার বাতিল হবে পুরনো ৫০? কি জানাচ্ছে আরবিআই?

By Bongnews24x7

Published On:

Follow Us

ডিমনটাইজেশনের কথা বোধ হয় এখন‌ও ভুলতে পারেনি ভারতবর্ষ।‌ রাতারাতি বদলে গিয়েছিল ভারতবর্ষের অর্থনৈতিক মানচিত্র। বিশাল বড় পদক্ষেপ ছিল মোদি সরকারের। একসঙ্গে বাতিল হয় ৫০০, ১০০০ এর নোট।‌ মাথায় হাত পড়েছিল বহু মানুষের। কি করতে হবে কি করতে হবে না বুঝে উঠতেই পারছিলেন না বহু মানুষ। একইসঙ্গে সেই সময় কালোবাজারি বাজারটাও ধরা পড়ে।

যদিও সময় বদলেছে। ‌ সেই সমস্ত ঘটনা অতীত। যদিও আগাম ভবিষ্যতে যে এমন ঘটনা ঘটবে না তা বলা যায় না। এরই মাঝে এবার জানা যাচ্ছে, বদলাতে চলেছে আম আদমির ৫০ টাকার নোট। আরবিআই সূত্রে খবর, নতুন এই ৫০ টাকার নোটগুলির নকশা, নতুন মহাত্মা গান্ধী সিরিজের বাকি নোটগুলির মতোই হবে।

জানা গেছে, বাজারে নতুন নোট ছাড়া হবে। তবে আরবিআই জানিয়ে দিয়েছে যে, পুরনো নোট এখন‌ই বাতিল হচ্ছে না। পুরনো ৫০ টাকার নোটও ব্যবহার করা যাবে। দেশের বাজারে দুটি নোট‌ই বৈধ হিসাবে গ্রাহ্য হবে। উল্লেখ্য নতুন এই মহাত্মা গান্ধী সিরিজ অনুসারে, ৫০ টাকার নোটের আকার হবে ৬৬মিমি x ১৩৫মিমি।

প্রসঙ্গত, দেড় বছরের বেশি সময় হয়ে গিয়েছে ২০০০টাকার নোট বাতিল হয়েছে দেশে। তবে এখনও কিছু নোট রয়ে গেছে। ৩১শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত ৯৮.১৫% নোট রিজার্ভ ব্যাঙ্কে ফিরে এসেছে।‌ একইসঙ্গে ব্যাঙ্কের তরফে প্রাপ্ত খবর অনুযায়ী ৬,৫৭৭ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোটের কোনও হদিস এখন‌ও নেই।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now