আবহাওয়ার খামখেয়ালীপনা লেগেই রয়েছে। সকালে রাতে ঠান্ডা হাওয়া দুপুরে গরম। বর্তমান সময়ে এটাই হয়ে দাঁড়িয়েছে বাংলার আবহাওয়া। যদিও দিন দিন বাড়ছে গরমের অনুভূতি। আর দোলের প্রাক মুহুর্তে দাঁড়িয়ে বাংলার আবহাওয়ার খামখেয়ালীপনা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আপনার রঙের উৎসবে মেতে ওঠার সমস্ত প্ল্যানকে পন্ড করে দিতে পারে ঝমঝমিয়ে নেমে আসা বৃষ্টি। বাঙালির দোল পূর্ণিমা হোক বা অবাঙালির হোলি গোটা ভারতবর্ষে জুড়ে পালিত হয় এই রঙের উৎসব। তেমনই গোটা বাংলা জুড়ে দোলকে ঘিরে আনন্দের অন্ত থাকে না। তবে এবার দোলে বাংলার চিত্রটা একটু আলাদা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি বছর দোলে দক্ষিণবঙ্গে পড়বে চাঁদি ফাটা গরম। আর উত্তরবঙ্গ ভিজবে বৃষ্টিতে। উল্লেখ্য, হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আজ হালকা বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের সূত্রে খবর, আবহাওয়ার সব থেকে বড় পরিবর্তন হবে ১৩ মার্চ থেকে ১৫ মার্চ। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক হবে হোলির দিন।
উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া? আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরের থেকে সম্পূর্ণ বিপরীতমুখী হবে দক্ষিণের আবহাওয়া। বাড়বে শুষ্কতার মাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে। পরবর্তী পাঁচদিনে আরও ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।