বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ শোভনকে ভাইফোঁটার দিন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা গিয়েছে। সঙ্গে অবশ্যই ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। মান-অভিমানের পালা শেষ। যা নিয়েই শুক্রবার মুখ খুলেছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী (এই মুহূর্তে বিবাহবিচ্ছেদের মামলা চলছে) রত্না চট্টোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাইফোঁটা নিয়ে নতুন জল্পনা উসকে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এই মুহূর্তে তাঁর ফের ঘরওয়াপসির জল্পনাও আরও জোরালো হয়েছে। আর এই বিষয়ে এবার মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক তথা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না। তিনি অবশ্য এর মধ্যে বিতর্কের কিছু দেখছেন না। উল্টে গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বলেই হয়েছে বলেই তিনি মনে করেন। রত্না চট্টোপাধ্যায়ের স্পষ্ট কথা, ‘আমার বিয়ের পর থেকে শোভনবাবুকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে ফোঁটা নিতে দেখেছি। দিদি ফোঁটা দেবে বলে উনি ওই দিন খুব উত্তেজিত থাকতেন। মাঝে উনি বিজেপিতে গেছিলেন। দূরত্ব তৈরি হয়েছিল। এবার উনি আবার ফোঁটা নিতে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ করেছিলেন বলেই উনি গিয়েছিলেন। এতে বিতর্কের কিছু নেই।’ এদিকে, ‘দিদি’র ডাকে রীতিমতো আপ্লুত ভাই কানন।
জুনে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন-বৈশাখীর সাক্ষাৎ হোক বা বৃহস্পতিবার ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই দুজনের যাওয়া-প্রতিবারই একই জল্পনা, ফের সক্রিয় রাজনীতির ময়দানে ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের মন্ত্রী। শোভন চট্টোপাধ্যায়ও ফোঁটা নিয়ে বেরিয়ে এসে বলেছিলেন, ‘টস হয়ে গিয়েছে গ্লাভস পরে ক্রিজে নামার অপেক্ষা। এই দিনের জন্য আলাদা করে আমন্ত্রণ হয় না। আজকের দিনে দিদির কাছে আসব, এটা আলাদা করে কি বলব। দিদি ও আমার মধ্যে একান্তে কথা হয়েছে। দিদি যা সিগন্যাল দেওয়ার বা যেটা বলেছেন, তার বাস্তবায়ন করব। দিদির ভালোবাসা, স্নেহ সেটা অনেক সময় অনেকভাবে ক্যালকুলেশন করা হয়। বাস্তবটা কি সেটা আমিই জানি।’
তাহলে কি এবার সত্যি সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে দেখা যাবে শোভনবাবুকে? এই প্রশ্নের জবাবে রত্না চট্টোপাধ্যায়ের উত্তর, ‘২০১৮ সালে উনি বসে গিয়েছিলেন, এখন ২২ সাল। মাঝে ৪ বছর কেটে গিয়েছে। প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর শুনি উনি রাজনীতিতে ফিরছেন। কিন্তু, ফোঁটা নিতে যাওয়া বা নবান্নে গিয়ে সাক্ষাৎ করা মানেই ওঁর রাজনীতিতে ফেরা নয়।’
আপনার মতামত লিখুন :