শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিজেপির ‘বহিরাগত’ কটাক্ষের জবাবে সোজা মোদীকে নিশানা শত্রুঘ্ন সিনহার! কী বললেন?

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৮:৫২ পিএম | আপডেট: মার্চ ১৫, ২০২২, ০২:৫২ এএম

বিজেপির ‘বহিরাগত’ কটাক্ষের জবাবে সোজা মোদীকে নিশানা শত্রুঘ্ন সিনহার! কী বললেন?
বিজেপির ‘বহিরাগত’ কটাক্ষের জবাবে সোজা মোদীকে নিশানা শত্রুঘ্ন সিনহার! কী বললেন?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ১২ এপ্রিল রাজ্যে ফের উপনির্বাচন রয়েছে। আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। রাজ্যের শাসকদল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয় এবং আসানসোল লোকসভা কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে। এবার তৃণমূলের ‘বহিরাগত’ তত্ত্বকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধেই ব্যবহার করেছে গেরুয়া শিবির, আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করায়।  

সেই কটাক্ষের জবাব এবার দিলেন খোদ আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপির ‘বহিরাগত’ কটাক্ষের জবাব দিতে গিয়ে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন শত্রুঘ্ন সিনহা। গুজরাটের বাসিন্দা হওয়ার পরেও ২০১৪ এবং ১৯ সালে বারাণসীর থেকে সাংসদ নির্বাচিত হয়ে লোকসভায় গিয়েছেন মোদী। এই বিষয়টিকেই এবার মনে করিয়ে দিলেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা। তিনি বলেন যে, ‘বারাণসীতে নরেন্দ্র মোদীকে কী বলবেন? উনি তো বারাণসী থেকে ভোটে লড়েছেন, কিন্তু সেখানকার ভাষাই বলতে পারেন না। পাশাপাশি তিনি এও প্রতিশ্রুতি দিয়েছেন যে, ‘যা করব আসানসোল এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য করব। নিজের স্বার্থে কিছু করব না। যা খ্যাতি পেয়েছি ভারতের অবদান। সাড়া ভারত আমাকে চেনে। বাংলাতেও সিনেমা করেছি।’

এখানেই শেষ নয়, আসানসোলের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার মুখে ভূয়সী প্রশংসা শোনা যায়। তিনি বলেন, ‘এখন সমগ্র দেশের নজর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপর। আমি ধন্য যে দিদি আমার কথা ভেবেছেন।’

অন্যদিকে, সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের ফলাফল নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এই অভিনেতা তথা বর্তমানে তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা। তাঁর দাবি, ইভিএম-এ কারচুপি হয়েছে।