নবান্ন অভিযানের খবরে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন আর সেই কারণেই তিনি তার আগে জেলা সফরে চলে গিয়েছেন বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি। তবে এবার বিজেপির নবান্ন অভিযানকে আমলই দিতে চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের দলীয় বৈঠক থেকে নবান্ন অভিযান নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপিকে।
পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খড়্গপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপির নবান্ন অভিযানের লোকই হয়নি। ওদের বেলুন ফুস। ওদের গুরুত্ব দেওয়ার দরকার নেই।" এদিন তিনি আরো বলেন, "বিজেপি ধ্বংস চায়। তাদের দিকে তাকানোর দরকার নেই। নিজেদের কাজ করুন। গণআন্দোলনে জোর দিন"।
অন্যদিকে দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আটক নিয়োগ তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারী কে গ্রেফতার করার এক ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, "৫৬ ইঞ্চি চওড়া ছাতির মডেল ধরা পড়ে গিয়েছে"।
এদিন নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। সাঁতরাগাছি হাওড়া ময়দান এম জি রোড শহর লালবাজার পর্যন্ত পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। অতিরিক্ত পুলিশ নামাতে বাধ্য হয় কলকাতা পুলিশ। তবে সর্বাত্মকভাবে চেষ্টা করেও নবান্ন পর্যন্ত পৌঁছতে পারেননি বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধে মাঝপথেই থেমে যেতে হয় তাদের।
আপনার মতামত লিখুন :