এতদিন গান করে বিরোধীদের আক্রমণ করতে শোনা গিয়েছিল হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে। এবার সরাসরি ফের বিতর্ক মন্তব্য করে আরো একবার শিরোনামে তিনি। পঞ্চায়েত নির্বাচন যেখানে শান্তিপূর্ণভাবে করার কথা বলছে তৃণমূল সেখানে ভোটের আগে বাড়িতে পাঁচ কিলো লঙ্কার গুঁড়ো রাখার পরামর্শ দিলেন বিজেপি বিধায়ক। আর তাই নিয়েই এখন ফের একবার বিতর্ক রাজনৈতিক মহলে।
গতবার পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক ভোট লুট হয়েছিল বলে অভিযোগ এসছে। এরপরেই তৃণমূলের যাবতীয় কর্মী সমর্থকদের সতর্ক করা হয়েছে। কোনভাবেই ভোট লুট বা জোর জবরদস্তি চলবে না বলে নির্দেশ দিয়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়েই পঞ্চায়েত ভোট লুঠ করা রুখতে বাড়িতে লঙ্কার গুঁড়ো রাখার পরামর্শ দিলেন হরিণঘাটা বিজেপি বিধায়ক।
রবিবার সন্ধ্যায় গোপালনগর বাজারে বিজেপির এক সভায় অসীম সরকার বলেন, "বাড়িতে পাঁচ কেজি করে লঙ্কার গুঁড়ো রাখুন সবাই। কেউ ভোট লুঠ করতে আসলে তাদের চোখে মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবেন।"স্বাভাবিকভাবেই বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে চারিদিকে।
তবে এখানে থেমে না থেকে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক বিশ্বজিৎ দাসকেও কটাক্ষ করেছেন তিনি। বিশ্বজিৎ দাস কে কটাক্ষ করে গান বাধার পাশাপাশি তাকে ধান্দাবাজ ও শকুন বলেও মন্তব্য করেছেন অসীম সরকার।
আপনার মতামত লিখুন :