বর্তমান সময়ে দাঁড়িয়ে আজও রেল পরিষেবায় ভারতবর্ষের (India) সবথেকে পকেটসাশ্রয়ী পরিষেবা। ট্রেনে (Train ) করে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। আর টাকাও অনেক কম। কিন্তু সেখানেও ট্রেনে টিকিট কাটেন না বহু মানুষ। আবার অন্যের রিজার্ভ করা সিটে বসে পড়ার প্রবণতাও ভারতবাসীর মধ্যে বেশ ভালো রকমই আছে।
আর এবার এইরকমই এক অবৈধ যাত্রীকে উচিত শিক্ষা দিল পুলিশ। ট্রেনে অবৈধভাবে উঠতে না পেরে দুমদাম করে ট্রেনের দরজায় কিল ঘুষি মারছিলেন মারছিলেন ওই তরুণ। এমনকি ট্রেনের দরজা ভেঙে ঢোকার জন্য দরজা ভাঙার চেষ্টা করেন। আর সেই সমস্ত ঘটনাই ক্যামেরাবন্দি হয়।
তবে পুলিশের নজর পড়তেই তরুণের সব কীর্তি কলাপ শেষ। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ওই যুবক বন্ধ ট্রেনে দুমদাম করে মেরে দরজা ভাঙার চেষ্টা করছেন। তার এই কাজ দেখে আশেপাশে লোকের ভিড় জমে যায়। এক মহিলা সংবাদিক তো তাকে প্রশ্নও করেন কেন তিনি এই ধরনের কাজ করছেন, যদিও সেই তরুণ নিজের কাজে অনড়।
We Need To Learn Civic Sense 🇮🇳 pic.twitter.com/bZ1jikdMAL
— Desidudewithsign (@Nikhilsingh21_) February 18, 2025
এরপর ওই এলাকায় উপস্থিত হন আরপিএফ এর একজন জওয়ান ও এক টিকিট পরীক্ষক। ওই তরুণকে ধরে সপাটে একটা থাপ্পর বসান ওই আরপিএফ জওয়ান। এরপর তাকে নিশ্চিতভাবেই টেনে নিয়ে যাওয়া হয়। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এই ধরনের অসভ্যতামির জন্য ওই তরুণকে শাস্তি পেতে দেখে খুশি হয়েছেন বহু মানুষ।