এই মুহূর্তে দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট চলছে। আর তারই মাঝে মহাকুম্ভে পুণ্য স্নান সারলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যে প্রয়াগরাজে আসবেন তা পূর্বনির্ধারিত ছিল। আর সেই পূর্বনির্ধারিত সূচি মেনেই মহাকুম্ভে পুণ্য স্নান করলেন প্রধানমন্ত্রী।
প্রতি ছয় বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়। তবে চলতি বছরের কুম্ভ যেন আর যে কোনও বছরের কুম্ভ মেলার থেকে অত্যন্ত রকমের আলাদা। এই বছর মানুষের কুম্ভে যাওয়ার আকুতি অনেক বেশি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ নিজেদের পাপ বিনাশ করে পুণ্য লাভের আশায় মহাকুম্ভে চান করতে যাচ্ছেন।
যদিও কুম্ভে সঙ্গমের স্নানকে সব থেকে পুণ্য বলে ধরা হয়। কিন্তু সবাই তা করতে না পারলেও গঙ্গায় ডুব দিয়েই ক্ষান্ত হচ্ছেন। মনে করছেন কুম্ভ যাওয়া সার্থক। মাইলের পর মাইল হাঁটা, মৃত্যু, দুর্ঘটনা, অঘটন কোনও কিছুকেই পরোয়া করছেন না পুন্যার্থীরা। ব্যবস্থাপনার জন্য বিরোধীদের নিশানায় এই মুহূর্তে রয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।
#WATCH | Prime Minister Narendra Modi takes a holy dip at Triveni Sangam in Prayagraj, Uttar Pradesh
(Source: ANI/DD)
#KumbhOfTogetherness #MahaKumbh2025 pic.twitter.com/kALv40XiAH
— ANI (@ANI) February 5, 2025
বিশেষ করে মৌনি আমাবস্যায় পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে সরব বিরোধীরা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর মহাকুম্ভ স্নান বেশ তাৎপর্যপূর্ণ। কাতারে কাতারে মানুষের ভিড়ে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়াটাই ছিল বিরাট চ্যালেঞ্জ। রীতিমতো নিরাপত্তার বলয়ে থেকে কুম্ভ স্নান সারেন প্রধানমন্ত্রী। হাতে রুদ্রাক্ষের মেলা নিয়ে জপ সারতেও দেখা যায় তাকে। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।