আজ মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! কখন করবেন পুণ্যস্নান?

By bongnews24x7

Published On:

Follow Us

আজ মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতবর্ষ জুড়ে এখন মানুষের গন্তব্য যেন এখন একটাই প্রয়াগরাজ, মহাকুম্ভ। শাহী স্নানের উদ্দেশ্যে কাতারে কাতারে মানুষ এখন একটাই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন মহাকুম্ভে সঙ্গমে স্নান। পাপের বিনাশ করে পুণ্য লাভ। আর সেই কারণেই এখন এখন কোটি কোটি মানুষের ভিড় উত্তরপ্রদেশে।

সেলিব্রিটি থেকে শুরু করে আমজনতা পাপ ধোয়ার এই যজ্ঞে নেমেছেন সবাই। দুর্ঘটনা, অঘটন, মৃত্যু কোন কিছুতেই মানুষ ভয় পাচ্ছেন না। কাতারে কাতারে মানুষের ঢল এগিয়ে চলেছে একটাই লক্ষ্যে। পুণ্য অর্জন।‌ উল্লেখ্য, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হয়েছে গত ১৩ ই জানুয়ারি, মকর সংক্রান্তিতে। এই মেলা শেষ হবে আগামী ২৬শে ফেব্রুয়ারি, মহা শিবরাত্রিতে।

Screenshot

প্রত্যেক ছয় বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হলেও এই বছর বিশেষ কিছু যোগের কারণে তার রূপান্তরিত হয়েছে মহাকুম্ভে। ১৪৪ বছর পর নাকি তৈরি হয়েছে মহাকুম্ভ যোগ। আর তাই মানুষের এহেনও হুড়োহুড়ি, পূণ্য অর্জনের নিদারুণ বাসনা। মৃত্যুও যাকে ভয় দেখাতে পারছে না। আর এবার মহাকুম্ভে পা রাখতে চলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। উল্লেখ্য, এই বছর মহাকুম্ভ উপলক্ষে গতবছর প্রয়াগরাজ সফরে প্রধানমন্ত্রী মোদী সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ১৬৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে ছিলেন।

আজ অর্থাৎ বুধবার মহাকুম্ভে পুণ্যস্নান সারবেন তিনি। যথারীতি প্রধানমন্ত্রীর আগমনের কারণে নিরাপত্তার যথেষ্ট কড়াকড়ি প্রয়াগরাজে। জানা গিয়েছে, সকাল ১০টা ৫ মিনিটে প্রয়াগরাজ বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ডিপিএস হেলিপ্যাডে পৌঁছবেন তিনি। এরপর পৌনে ১১ টা নাগাদ এরিয়াল ঘাটে প্রধানমন্ত্রী পৌঁছবেন। সেখান থেকে বোটে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। এরপর ১১টা থেকে সাড়ে ১১ মধ্যে সারবেন শাহী স্নান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now