সোশ্যাল মিডিয়ার সৌজন্যে খবর পেরিয়েছে দেশ-কালের গণ্ডি! এখন যে কোনও দেশের যে কোনও জায়গার খবর অত্যন্ত সহজে মানুষের হাতের মুঠোয় চলে আসে। মঙ্গলবার পাকিস্তানে দখল করা হয়েছে জাফর এক্সপ্রেস। বলা ভালো অপহরণ করা হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালুচিস্তানে। কিভাবে ঘটলো এই ঘটনা? সেই ঘটনারই ভিডিও এবার প্রকাশ্যে এসেছে। অপহরণের সেই ভিডিও কোনও অংশে বলিউডি সিনেমার থেকে কম কিছু নয়। একইসঙ্গে যাত্রীদের বন্দি করার দৃশ্যও ধরা পড়েছে।
যদিও এই ভিডিওর সত্যতা এখনও স্বীকার করে নেয়নি পাক সরকার বা বালুচ বিদ্রোহীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেন পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে, যার প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে বলতে হয় এই ছবি বালুচিস্তানের।
Latest from #BLA
Visuals of the Attack and Seizure of Jaffar Express by Baloch Liberation Army pic.twitter.com/WDiPGEi1TY— Gidroshian Baloch گِدروشین بلوچ (@AzaadBalach) March 12, 2025
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ট্রেনটি রেললাইন দিয়ে চলার সময়, হঠাৎই বিস্ফোরণ ঘটে। সামনের দিকে বিস্ফোরণ ঘটায় জোরে ব্রেক কষে থেমে যায় ট্রেনটি। কালো ধোঁয়ায় ভরে যায় চার দিক। ভিডিওটির পরের অংশে দেখা গেছে ট্রেনের সামনে কয়েক জন সশস্ত্র ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে। সেই সঙ্গে সমানে চলছে গুলি।
এমনকী যাত্রীদের ট্রেনের বাইরে বার করে এনে বন্দি করার দৃশ্যও সেই ভিডিওতে ধরা পড়েছে।