ধনশ্রীর ‘চাহিদা’ কী ছিল? মুখ খুলেন চাহাল

By Bongnews24x7

Published On:

Follow Us

ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান বোলার যুজবেন্দ্র চাহাল। তবে বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন যে খুব একটা ভালো চলছে তা বলা যায় না। এই যেমন কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে হার্দিক পান্ডিয়ার। আর এবার বিবাহ বিচ্ছেদের পথে ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা যুজবেন্দ্র চাহাল।

যদিও তার এবং টিকটকার ধনশ্রী বর্মার সম্পর্কের ঝামেলা দীর্ঘদিন যাবত। যদিও তারা প্রকাশ্যে কিছু বলেননি কিন্তু তাদের ঘনিষ্ঠ মহলই জানাচ্ছে তাদের বিচ্ছেদ হওয়া আর সময়ের অপেক্ষা। বিয়ের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে কটাক্ষের শিকার হয়েছেন যুজবেন্দ্র-ধনশ্রী।

আসলে ধনশ্রীকে গোল্ড ডিগার বলে থাকেন অনেকেই তার পিছনের হয়েছে যথেষ্ট কারণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে চাহালের পুরনো একটি ভিডিও। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, প্রত্যেকবার ঝগড়ার শেষে ধনশ্রী তার কাছ থেকে একটি করে ডায়মন্ড দাবি করতেন। আর যা শুনে তার ভক্তদের অনুমান বনশ্রী চাহিদা পূরণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা।

এমনকি শোনা গেছে বিবাহ বিচ্ছেদের টাকা হিসেবে চাহালের কাছ থেকে ৬০ কোটি টাকা চেয়েছেন ধনশ্রী। যদিও এই দাবি ন্যাসাৎ করেছেন ধনশ্রীর পরিবার। এই বিষয়ে কোন‌ও কথা বলেননি তার আইনজীবীও। চার বছরের বিবাহিত জীবনে ১৮ মাস তারা আলাদা থাকছেন। আর এবার তাদের বিবাহ বিচ্ছেদ পাকাপাকি ভাবে হওয়া শুধুই সময়ের অপেক্ষা।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now