সোশ্যাল মিডিয়ার সৌজন্যে খবর এখন বাধাহীন। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন ঘটনা আমরা চোখের সামনে দেখতে পাই। সব ধরণের খবর আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আসলে সেই সমস্ত ঘটনার মধ্যে কিছু ঘটনা দেখলে আমরা শিহরিত হই আমরা ভয় পাই। আর ভয় পাওয়াটাই বোধহয় ভীষণ স্বাভাবিক বিষয় কারণ ঘটনাগুলি এতটাই ভয়ানক হয়।
বলাই বাহুল্য, বর্তমান সময় দাঁড়িয়ে মানুষের ফোনের প্রতি আসক্তি মারাত্মক হারে বেড়ে গেছে। রিলস, ভিডিওর জমানায় এখন মানুষ আচ্ছন্ন ফোনে। সেইসঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোন তো আছেই। আসলে ফোন ছাড়া মানুষ এক মুহূর্ত কিছুই ভাবতে পারেনা। কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপার, রাস্তা পারাপারের ফলে একাধিক দুর্ঘটনা কথা আমরা মাঝেমধ্যেই শুনেছি। এইভাবেই মানুষ আমন্ত্রণ জানিয়েছেন মৃত্যুকে।
আসলে অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে চোখের সমস্যা, কানের সমস্যা সহ একাধিক শরীর খারাপের কথাও আমরা শুনেছি। আর এবার এই ফোনের কারণেই ঘটে গেছে আরও এক ভয়ঙ্কর ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যা দেখে আপনি শিউরে উঠতে বাধ্য। ফোনের অতিরিক্ত আসক্তির জেরে নিজের সন্তানকে ফেলে রেখেই হাঁটা দিলেন এক মহিলা।
https://x.com/kattappa_12/status/1896745333339902121
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলা কানে ফোন দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছেন। পিছনে এক বয়স্ক ব্যক্তি এক ছোট্ট শিশুকে কোলে নিয়ে ওই মহিলাকে সমানে ডেকে যাচ্ছেন এবং অসক্ত পায় তার উদ্দেশ্য হাঁটছেন। কিন্তু মহিলার কোনও ভ্রূক্ষেপ নেই।
বেশ কিছুক্ষণের ডাকাডাকির পর অবশ্য হুঁশ ফেরে ওই মহিলার। কথা বলা ছেড়ে ফিরে আসেন তিনি। ওই বয়স্ক লোকটির কাছ থেকে তিনি ফেরত নেন নিজের বাচ্চাকে। একইসঙ্গে জানান যে তিনি নাকি ফোনে কথা বলতে বলতে মনের ভুলে তিনি সন্তানকে দোকানে ফেলে রেখে চলে এসেছেন। নিঃসন্দেহে ওই ব্যক্তির সহৃদয় ছিলেন বলে ফিরিয়ে দিয়েছেন তার সন্তানকে। যদি কারর খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে কি হতো ওই শিশুটির? ভেবেই রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা। ভীষণ রকম তুলোধনা করেছেন ওই মহিলাকে।