আরাধ্যা ভারতবর্ষের অন্যতম স্টার কিড। জন্ম ইস্তক প্রচারের আলো তার গায়ে পড়েছে। ছোট থেকেই পেজ থ্রির পাতায় নাম উঠেছে তার। বচ্চন পরিবারে তার জন্ম। তিনি কিছু না করলেও সেলিব্রিটি হবেন তা তো বলাই বাহুল্য। দাদু অমিতাভ বচ্চন, বাবা অভিষেক বচ্চন, মা অসামান্য অভিনেত্রী তথা বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন তাদের কন্যা সন্তানের লাইম লাইটে থাকাই কাম্য।
যদিও তাকে অত্যন্ত সুশিক্ষায় বড় করেছেন ঐশ্বর্য-অভিষেক। সদাই মায়ের সঙ্গেই দেখা গেছে আরাধ্যাকে। বিভিন্ন সময়ে তার বিভিন্ন ব্যবহারে মুগ্ধ হয়েছে নেটবাসী। তারকাদের পরিবারের জন্মেও মানুষকে এতটা সম্মান করে আরাধ্যা দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
এই মুহূর্তে ১৩ বছর বয়স আরাধ্যার। তিনি অভিনয় পেশায় পা রাখবেন কিনা তা এখনও জানা যায়নি। যদিও বিভিন্ন স্কুল প্লেতে তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। তবে এবার এক বিশেষ কারণে চর্চায় আরাধ্যা। তাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে বিভিন্ন বিভ্রান্তিকর খবর আর যে কারণে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে বচ্চন পরিবারকে।
ঘটনা কী? আসলে ইন্টারনেটের যুগে এখন ভ্রান্ত খবর, তারকাদের নিয়ে উল্টোপাল্টা মন্তব্য, বানানো ভিডিওর ছড়াছড়ি। সেই রকম কিছু ভিডিও রয়েছে আরাধ্যাকে ঘিরেও। অভিষেক ঐশ্বর্যা কন্যা ‘গুরুতর অসুস্থ’ বা ‘মারা গেছেন’-এই সংক্রান্ত মিথ্যা, বিভ্রান্তকর খবরের ছড়াছড়ি ইন্টারনেটে। আর সেটাই আদালতকে জানিয়েছে আরাধ্যা। এই বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে বচ্চন পরিবার। জানা গেছে, আরাধ্যার আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট গুগলকে নোটিস পাঠিয়েছে বলে খবর। এই মামলার পরবর্তী শুনানি ডেট ধার্য হয়েছে ১৭ই মার্চ।