ফের যাত্রী ভোগান্তি! শনি-রবিতে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

By Bongnews24x7

Published On:

Follow Us

যাতায়াত ক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের সবথেকে বড় ভরসার জায়গা অবশ্য‌ই রেল পরিবহন। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সর্বসাধারণের জন্য এই রেল ব্যবস্থা ভারতবর্ষের যাতায়াত ব্যবস্থাকে অনেক বেশি সহজতর করেছে। বিশেষ করে লোকাল ট্রেন। আম আদমির যাতায়াতের সবথেকে বড় ভরসাস্থল।

কিন্তু চলতেই সপ্তাহে শনি ও রবিবার বড় ভোগান্তি হতে চলেছে রেল যাত্রীদের। হাওড়া ডিভিশনে। বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন।
এই বিষয়ে বিবৃতি দিয়ে পূর্ব রেলের তরফের জানানো হয়েছে হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায় ট্রেন চলাচল শনি ও রবিবার ব্যাহত হবে।

রেলের তরফে জানানো হয়েছে, দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ চলবে। আর সেই কারণেই শনি ও রবিবার অর্থাৎ ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-হরিপাল-গোঘাটের মধ্যে চলা ২৯টি লোকাল ট্রেন এই দুদিনে বাতিল থাকবে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল থাকছে-

১.⁠ ⁠হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩৪৯, ৩৭৩৫১ তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩৫৪
২. তারকেশ্বর থেকে শেওড়াফুলি: ৩৭৪১২, ৩৭৪১৬
৩. ⁠⁠তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩২৮, ৩৭৩৫৬
৪. গোঘাট থেকে তারকেশ্বর: ৩৭৩৯০
৫. আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০
৬. হরিপাল থেকে হাওড়া: ৩৭৩০৮
৭. হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩৫৩, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭
৮. শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫
৯. হাওড়া থেকে আরামবাগ: ৩৭৩৫৯
১০. হাওড়া থেকে গোঘাট :-৩৭৩৭১, ৩৭৩৭৩



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now