কেউ প্রেম করে বিয়ে করেন কারর কারর আবার সম্বন্ধ করে বিয়ে হয়। এরপর দীর্ঘদিন একসঙ্গে থাকার ফলে একে অপরের সঙ্গে জড়িয়ে যায় বিশ্বাস, ভালোবাসা, আত্মিক টান। ছেড়ে থাকা যায় না একে অপরকে। একে অপরের অভ্যাসে পরিণত হন দুজনে। আর এটারই নাম হয়ত ভালোবাসা। আর এবার মহাকুম্ভের মেলা সাক্ষী থাকলো এইরকমই এক ভালোবাসার।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক দম্পতির ভিডিও ভাইরাল হয়েছে। যারা গিয়েছিলেন মহাকুম্ভের মেলায়। সঙ্গে ছিলেন অবশ্য তাদের সন্তানও। আর কুম্ভের মেলাতে গিয়ে নিজের স্ত্রীকে হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। আর নিজের স্ত্রীকে হারিয়ে ফেলে কার্যত চোখে অন্ধকার দেখেন ওই ব্যক্তি। হাপুস নয়নে কাঁদতে থাকেন।
আসলে কোটি কোটি মানুষের ভিড়ে একজনকে খুঁজে বার করা সম্ভব নয়। খুবই দুঃসাধ্য কাজ। আর সেই মুহূর্তে অবশ্যই মাথায় কিভাবে সেই প্রিয় মানুষটাকে খুঁজে পাবো তার চিন্তা চলতে থাকে। আর সেই চিন্তা এবং আবেগের ফলেই কেঁদে ফেলেছিলেন ওই ব্যক্তি।
কিন্তু অতঃপর তিনি খুঁজে পান তার স্ত্রীকে। ওই ব্যক্তির চোখের জল যেন থামার নামই নিচ্ছিল না। নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তিনি। স্ত্রীর প্রতি তার ভালোবাসার প্রকাশ দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরাও। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, এমনটাই বলছেন নেটিজেনরা।