রাখে হরি তো মারে কে! ট্রেনের তলায় শরীরের অর্ধেক, ৫০০ মিটার হ্যাঁচরাতে হ্যাঁচরাতে নিয়ে গেল ট্রেন আর এমন দৃশ্যের সাক্ষী থাকলো স্টেশনের থাকা যাত্রীরা। সোশ্যাল মিডিয়া এখন যে কোনও ঘটনাকে মুহূর্তের মধ্যে আপনার মুঠোফোনে আপনার চোখের সামনে নিয়ে চলে আসতে পারে। কখনও কখনও সেই ঘটনা দেখে আপনি অবাক হবেন, খুশি হবেন, আনন্দিত হবেন অথবা বিমর্ষ হবেন। কিছু ঘটনা দেখলে হাড় হিম হয়ে যায়। কিছু ঘটনা দেখলে ঈশ্বর যে সত্যিকারেই রয়েছে তা বিশ্বাস করতে মন চায়।
আর সোশ্যাল মাধ্যমে সম্প্রতি সেই রকমই একটি ঘটনা ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো তাজ্জব হয়ে গেছেন নেটিজেনরা। বলতে বাধ্য হয়েছেন রাখি হরি তো মারে কে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে, এক তরুণের শরীরের অর্ধেক অংশ ঢুকে গেছে ট্রেনের তলায়। আর সেই অবস্থাতেই ট্রেন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। প্রায় ৫০০ মিটার ট্রেন তাকে টেনে নিয়ে গেছে। হাড় হিম করা এই ঘটনা ঘটেছে রাজস্থানে।
জানা গেছে ওই তরুণ নাকি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। আর সেই মুহূর্তেরই ভিডিও ভাইরাল হয়েছে। অর্থাৎ ওইরকম সময়ে দাঁড়িয়েও কেউ একজন ওই ঘটনার ভিডিও করেছেন, এবং তার সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন। বা পিছলে পড়ে গেলেও ট্রেনের রড থেকে হাত ছাড়েননি ওই তরুণ। সেই সময়ে এক যাত্রী ছুটে গিয়ে কোনমতে তাকে বাঁচান। যার ফলে প্রাণে বেঁচে যান ওই তরুণ।
Viral video pic.twitter.com/VQ6ih59HrF
— ✧ 𝕾𝖍𝖚𝖇𝖍𝖆𝖒 ✧ (@shubham_pb) February 1, 2025
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও এই ধরনের ঘটনা বহুবার দেখা গেছে। বিশেষ করে যাত্রীদের নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই ধরনের ঘটনাগুলো ঘটে। যদি দূরে ছুটে ট্রেন ধরার প্রবণতা বা কানে হেডফোন লাগিয়ে রাস্তা পারাপার হওয়ার প্রবণতা না কমে তাহলে এই ধরনের ঘটনা ভারতবর্ষের মতো দেশে আকছার ঘটাটাই স্বাভাবিক।