দিতে হবে উচিত শিক্ষা! তাই ব‌উয়ের নামে বাইক কিনে দেদার ট্রাফিক আইন ভাঙলেন যুবক

By Bongnews24x7

Published On:

Follow Us

ভারতবর্ষে এমন এক জায়গা যেখানে বিভিন্ন ধরনের অদ্ভুদতর ঘটনা ঘটে থাকে। এবং সেই সমস্ত ঘটনা আপনাকে হতবাক করে দিতে বাধ্য করবে। সেই সব ঘটনা দেখলে, শুনলে আপনি অবাক হবেন এবং ভাবতে বসবেন এমনও হয়! আসলে বিচিত্রতায় ভরা দেশ ভারতবর্ষে সব হয়।

সম্প্রতি এমন‌ই এক ঘটনা ঘটেছে ভারতের বিহারে। পুলিশ লক্ষ্য করে একটি বাইক বারবার ট্রাফিক আইন ভাঙছিল। বারবার হচ্ছিল জরিমানা। দিনে একবার বা দুইবার নয়। একাধিকবার ওই একই বাইকের নামে নিয়ম ভঙ্গের অভিযোগ আসছিল। এতেই সন্দেহ হয় পুলিশের। অন্যদিকে যে মহিলার নামে ওই গাড়ি নথিভুক্ত তার কাছেও বারবার চালান কাটার মেসেজ যাচ্ছিল।

এই ফলে ওই মহিলাও পুলিশের দ্বারস্থ হন। এর পরের ঘটনা শুনে আমাদের মতো ওই পুলিশ আর মহিলাও অবাক হয়ে গিয়েছিলেন। ইচ্ছাকৃতভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের কাজ ঘটাচ্ছিলেন ওই মহিলার স্বামী। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানলে অবাক হতে হবে।

ওই দম্পতির সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দাম্পত্য জীবনে আর কিছুই যেমন বাকি নেই। চলছে বিবাহ বিচ্ছেদের মামলাও। এই পরিস্থিতিতে স্ত্রীকে জব্দ করার জন্য তার নামে নথিভুক্ত থাকা বাইকে চেপে বারবার ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘন করেন ওই স্বামী। স্ত্রীর প্রতি রাগের মাথায় এই কান্ড ঘটিয়েছেন তিনি বলে জানিয়েছেন।

যদিও এই ঘটনায় শুরুতে কিছুই বুঝতে পারেননি ওই মহিলা। প্রাথমিক পর্যায় সমস্ত রকম জরিমানা ভরেন তিনি। কিন্তু লাগাতার এই ঘটনা ঘটতে থাকায় বিচলিত হয়ে পুলিশের কাছে যান। বাইকটি স্ত্রীর নামে নথিভুক্ত থাকায় তাকেই সমস্ত চালান ভরতে হবে ভেবে ইচ্ছাকৃতভাবেই ওই কান্ড ঘটিয়েছিলেন ওই স্বামী। এমনকি ওই মহিলা তার নামে কেনা বাইকটি ফেরত চাইলে তা-ও দিতে অস্বীকার করেন স্বামী। জানিয়ে দেন, বিবাহবিচ্ছেদ না হওয়া পর্যন্ত বাইক ফেরত দেবেন না।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now