সোশ্যাল মিডিয়ায় এখন যে কোনও মুহূর্তের, যে কোনও জায়গার যে কোনও ঘটনার ভিডিও চোখের পলক ফেলার আগেই ভাইরাল হয়ে যায়! আসলে ভাইরাল হওয়ার মতো ঘটনা হলেই হলো। হাসি, মজা থেকে দুঃখ, বিষাদ, দুর্ঘটনা সব ধরনের ঘটনা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি দুর্ঘটনার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একটি বাইকের ভুলে বিরাট বড় দুর্ঘটনার শিকার হল যাত্রী বোঝাই একটি বাস। ঘটনা কী? বহু সময়ই বহু মানুষ ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাননা। আর যার ফলে ঘটে যায় মারাত্মক রকম সব দুর্ঘটনা।
সম্প্রতি মহারাষ্ট্রে একটি বাইকের ট্রাফিক নিয়ম ভঙ্গন করার জেরে ঘটে গেল একটি বিরাট সড়ক দুর্ঘটনা। এক বাইক আরোহীর দায়িত্বজ্ঞানহীনতার কারণে বহু মানুষের প্রাণ ঝুঁকির মধ্যে পড়ল। সেই পথ দুর্ঘটনার ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://x.com/cbdhage/status/1896953019029192733
ঘটনাটি করছে মহারাষ্ট্রের একটি হাইওয়েতে। বেশি দ্রুতগতিতেই আসছিল একটি বাইক এবং একটি বাস। এরপর বাইকটি কোনও রকম ইন্ডিকেটর ছাড়াই হঠাৎ করে লেন চেঞ্জ করায় জোরে ব্রেক কসেন বাসের ড্রাইভার। যার ফলে বাসের ভেতরে যাত্রীরা একে অপরের ওপর ছিটকে পড়ে। জোরে ব্রেক টেপার কারণে উল্টে যায় বাস।
এই ভয়ংকর দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয় বেশ অনেক জনের চোট গুরুতর। ওই মোটরসাইকেল চালকের ট্রাফিক আইন ভাঙার জেরেই এই দুর্ঘটনা। তাই তার বিরুদ্ধে ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ এনেছে পুলিশ।