1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

রাজ্যের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত! গত ২৪ ঘণ্টায় কমল আক্রান্তের সংখ্যা

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৭:৩৫ পিএম

রাজ্যের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত! গত ২৪ ঘণ্টায় কমল আক্রান্তের সংখ্যা
রাজ্যের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত! গত ২৪ ঘণ্টায় কমল আক্রান্তের সংখ্যা / প্রতীকী ছবি

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত। কখন বাড়ছে আক্রান্তের সংখ্যা, কখনও আবার কমছে। তবে, আগের থেকে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। যদিও মৃত্যুর সংখ্যা এখনও চিন্তার বিষয়। কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। সেটাও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এদিকে, গত ২৪ ঘণ্টায় কমেছে করোনার সংক্রমণ। যদিও এখনও মৃত্যুর সংখ্যা চিন্তায় রেখেছে। 

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৬ জন। গতকালের থেকে আক্রান্তের সংখ্যা কম। গতকাল রাজ্যে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭২৩ জন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের নিরিখে এদিন প্রথম স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। গতকালের থেকে সংক্রমণ সামান্য কমেছে। গতকাল এই জেলার দৈনিক সংক্রমণ ছিল ৩২৪ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩৮ জন। এই জেলাতেও গতকালের তুলনায় সংক্রমণ অনেকটাই কমেছে। গতকাল এই জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৫ জন। বাকি সব জেলা থেকেই গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের খবর এসেছে। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ২০ লক্ষ ২ হাজার ১৬৯ জন। 

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় তেমন কোনও হেরফের হয়নি। খুবই সামান্য বেড়েছে মৃত্যুর সংখ্যা গতকালের তুলনায়। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। গতকাল রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। এরপরেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগণা জেলাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ জন করে করোনায় প্রাণ হারিয়েছে। অন্যান্য জেলা থেকেও মৃত্যুর খবর এসেছে। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৭২৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৬১৪ জন। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশি। এটা সবথেকে বড় স্বস্তির। এখনও পর্যন্ত রাজ্যে করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ১৯ লক্ষ ৬০ হাজার ৩০০ জন। এই মুহূর্তে রাজ্যে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২১ হাজার ১৪৬ জন। করোনার তৃতীয় ঢেউ রুখতে কোভিড পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে রাজ্যে।

আরও পড়ুন