1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

রাজ্য পুলিশ দিয়েই কি হবে বকেয়া ১০৮ পুরসভার ভোট? কমিশনকে চিঠিতে কী লিখল নবান্ন?

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ১০:৩৩ এএম

রাজ্য পুলিশ দিয়েই কি হবে বকেয়া ১০৮ পুরসভার ভোট? কমিশনকে চিঠিতে কী লিখল নবান্ন?
রাজ্য পুলিশ দিয়েই কি হবে বকেয়া ১০৮ পুরসভার ভোট? কমিশনকে চিঠিতে কী লিখল নবান্ন?

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্য পুলিশ দিয়েই অনুষ্ঠিত হবে বকেয়া ১০৮ পুরসভার নির্বাচন। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর ইচ্ছে প্রকাশ করলেও, রাজ্য সরকার তা চাইছে না। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী দিয়েই আসন্ন ১০৮ পুরসভার ভোট করাতে হবে। তবে, কলকাতা পুরসভা এবং চার পুরসভার নির্বাচনে যে নিরাপত্তা কাঠামো ব্যবহার করা হয়েছিল, আগামী ১০৮ পুরসভা নির্বাচনে সেই একই কাঠামো বজায় থাকছে। এবার জেনে নেওয়া যাক কেমন থাকবে নিরাপত্তা ব্যবস্থা এই ১০৮ পুরসভা নির্বাচনে।

বলা হয়েছে, ১ টি বুথে একজন এএসআই, দুইজন সশস্ত্র পুলিশ এবং একজন লাঠিধারী পুলিশ থাকবে। ২টি বুথে ১জন এসআই, ২জন সশস্ত্র পুলিশ, ২জন লাঠিধারী পুলিশ। ৩ টি বুথে  ১জন এসআই, ১জন এএসআই, ২জন সশস্ত্র পুলিশ, ৩জন লাঠিধারী পুলিশ। ৪ টি বুথে ১জন এসআই, ১জন এসআই, ৪ জন সশস্ত্র, ৪জন লাঠিধারী পুলিশ থাকবে। ৫ টি বুথে ১জন এসআই, ১জন এএসআই, ৪ সশস্ত্র পুলিশ এবং ৫ লাঠিধারী পুলিশ থাকবে। ৬ টি বুথে একজন ইন্সপেক্টর, একজন এসআই, ৪ জন সশস্ত্র এবং ৬ জন লাঠিধারী পুলিশ। ৭ টি বুথে ১ জন ইন্সপেক্টর, ১ জন এএসআই, ৪ সশস্ত্র, ৭ লাঠিধারী পুলিশ থাকবে। যেখানে ৮ টি বুথ, সেই বুথে ১ জন ইন্সপেক্টর, ২ এএসআই, ৪ সশস্ত্র, ৮ লাঠিধারী পুলিশ থাকবে। ৯ টি বুথে ১ জন ইন্সপেক্টর, ৩জন এএসআই, ৪জন সশস্ত্র, ৯ লাঠিধারী। আর ১০ টি বুথে ১ জন ইন্সপেক্টর, ৪ এএসআই, ৪ সশস্ত্র, ১০ জন লাঠিধারী পুলিশ মোতায়েন থাকবে। 

তবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এখন এটাই দেখার যে, আগামী সোমবার কলকাতা হাইকোর্টের কাছে রাজ্য নির্বাচন কমিশন তাঁদের হলফনামায় কী উল্লেখ করে। যদিও গত ৪ পুরনিগম নির্বাচনে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনই নেবে। অন্যদিকে, ইতিমধ্যেই আগামী ১০৮ পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপিও।  

 

 

আরও পড়ুন