বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ময়নাগুড়ি ধর্ষণ মামলায় এবার ডিআইজি জলপাইগুড়ির কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন ময়নাগুড়ি ধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই রিপোর্ট তলব করেছে।
এই মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সঠিক পথে তদন্ত এগোচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। সেই কারণেই জলপাইগুড়ির ডিআইজির কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট চাওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ২০ মে ফের এই মামলার শুনানি রয়েছে। এদিকে, এদিন আদালতে এই মামলায় আরও একবার সিবিআই তদন্তের দাবি জানান আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।
অন্যদিকে, এদিন আদালতে অ্যাডভোকেট জেলারেল বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আইপিএস ডিআইজির তত্ত্বাবধানে তদন্ত চলছে। নির্যাতিতার পরিবারকেও নিরাপত্তা দেওয়া হয়েছে। নতুন কোনও ধরনের সমস্যা তৈরি হয়নি, যার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দিতে হবে। এদিন তিনি আরও বলেন যে, এই মামলা আর ট্রায়াল পর্যায়ে নেই। তদন্ত প্রক্রিয়ার কাজ চলছে। কেস ডায়েরিও জমা পড়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মামলায় মামলাকারীর অভিযোগ ছিল, মৃতার বাবাকে দিয়ে জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে জোর করে বয়ানও নিখিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সেই বিষয়ে পুলিশ এখনও কোনও তদন্ত করেনি। এ প্রসঙ্গে রাজ্যের পাল্টা দাবি, সঠিক পথেই তদন্ত এগোচ্ছে। জোর করে টিপ ছাপ দেওয়া হয়েছে, এই বিষয়ে চাইলে আদালত উচ্চপদস্থ আধিকারিককে দিয়ে তদন্ত হতে পারে।
এরপরই এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, জলপাইগুড়ির ডিআইজি-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিতে হবে।
আপনার মতামত লিখুন :