বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগের ঘটনা, স্কুলে প্রধান শিক্ষক এবং সহ-শিক্ষক হাতাহাতিতে জড়িয়েছিলেন। নদিয়ার কৃষ্ণনগরের স্কুলের সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার ক্লাসরুমের ভিতরে হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই ছাত্রী। এই ঘটনার ভিডিয়ো-ও ভাইরাল হয়েছে। নদিয়ার পর এবার ঘটনাস্থল হাওড়া।
উল্লেখ্য, সরস্বতী পুজোর আগেই রাজ্যে খুলেছে স্কুল। তবে, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারাই স্কুলে যেতে পারছে। আর পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলছে ‘পাড়ায় শিক্ষালয়’। সরস্বতী পুজো কাটিয়ে পুরোদমে সোমবার থেকে শুরু হয়েছে ক্লাস। সেই দিনই হাওড়ার জগদীশপুর গার্লস হাইস্কুলে ওই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, প্রথম বেঞ্চে কে বসবে? তা নিয়ে এদিন ক্লাসরুমে ওই দুই ছাত্রীর মধ্যে বচসা শুরু হয়। এরপর বচসা গড়ায় হাতাহাতিতে। অন্য এক ছাত্রী আবার গোটা ঘটনাটি ভিডিয়ো করে মোবাইলে। সেই ভিডিয়োটিই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বুধবারই ভিডিয়োর কথা স্কুলেও জানাজানি হয়। এরপরই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওই দুই ছাত্রীর অভিভাবকদের ডেকে পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ঘটনাটি নিয়ে স্কুল কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন প্রধান শিক্ষক।
এদিকে, দীর্ঘদিন বাদে খুলেছে স্কুল। তারপর এভাবে দুই ছাত্রীর মধ্যে মারামারির ঘটনা যেমন ঠিক নয়, তেমনই তাদের মারামারি না থামিয়ে, তা ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার বিষয়টিও ভালভাবে নিচ্ছে না শিক্ষকমহল।
আপনার মতামত লিখুন :