বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ জিটিএ নির্বাচনের ৪৫ টি আসনের নির্বাচনে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। তবে, এই নির্বাচনে একছত্র আধিপত্য দেখিয়ে জিটিএ দখলের পথে অনীত থাপার দল বিজিপিএম। পুরভোটে দার্জিলিং পুরসভার দখল নিয়ে চকম দিলেও, এবার জিটিএ নির্বাচনে দাগ কাটতে পুরোপুরি ব্যর্থ হামরো পার্টি। এদিকে, পুরসভার পর এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনেও উড়ল সবুজ আবির। শুধু শিলিগুড়ি মহকুমা পরিষদ নয়।
পাহাড়ে যে তৃণমূলের পায়ের তোলার মাটি যে ক্রমশ আরও পক্ত হচ্ছে তার ইঙ্গিত আগেই মিলেছিল। এদিকে, এবারই প্রথম তৃণমূলের টিকিটে লড়াই করেন প্রাক্তন গরখা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং৷ জয় পেয়েছেন তিনিও৷ জয়ের পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বিনয় তামাং। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উপযুক্ত মনে করে লড়াইয়ে সামিল করেছেন, এটাই আমার বড় প্রাপ্তি। এই জয় আমার নয়, এই জয় পাহাড়ের।’ বুধবার সকাল ৮ টায় শুরু হয় গণনা। এদিন ডালি আসন দিয়েই পাহাড়ে খাতা খোলে তৃণমূল কংগ্রেস। ৫০০ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। তবে, এবারের জিটিএ নির্বাচনে অংশ নেয়নি বিজেপি৷ এমনকি নির্বাচন নিয়েও আপত্তি ছিলে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংও৷
জিটিএ নির্বাচনের ৪৫ টি আসনের মধ্যে অনীত থাপার বিজিপিএম জয়ী হয়েছে ২৭ আসনে। ৭ টি আসন দখল করেছে হামরো পার্টি৷ তৃণমূল জয়ী হয়েছে ৫ টি আসনে এবং নির্দল জিতেছে ৬ টি আসনে। উল্লেখ্য, প্রায় এক দশক পর পাহাড়ে জিটিএ নির্বাচন হল। আর এবারই প্রথম জিটিএ নির্বাচনে অংশ নিয়েছিল তৃণমূল৷
অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনেও আকাশময় সবুজ আবির। ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত ২০ টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল৷ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে বামেদের ভরাডুবি হয়েছে। এই নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। যদিও ২০১৫ সালে এই মহকুমা পরিষদ নির্বাচনে ভাল ফল করেছিল বামেরা৷
আপনার মতামত লিখুন :