1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দিল্লীর ইডির দফতরে হাজির সুকন্যা! তবে কি সায়গলের সঙ্গে বসিয়ে করা হবে মুখোমুখি জেরা?

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ১০:৫৫ এএম

দিল্লীর ইডির দফতরে হাজির সুকন্যা! তবে কি সায়গলের সঙ্গে বসিয়ে করা হবে মুখোমুখি জেরা?
দিল্লীর ইডির দফতরে হাজির সুকন্যা! তবে কি সায়গলের সঙ্গে বসিয়ে করা হবে মুখোমুখি জেরা?

শেষ পর্যন্ত দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডল। কালো মাস্কে মুখ ঢেকে, সবুজ সালোয়ার পরে এদিন ইডির দপ্তরে সাত সকালে হাজিরা দেন সুকন্যা।

গরু পাচার মামলায় এর আগেও একাধিকবার তরফ করা হয়েছিল অনুব্রত মণ্ডলের কন্যাকে কিন্তু সেই সময় হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে এদিন অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের কন্যা। এদিকে সুকন্যা মন্ডলের হাজিরার কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়ে যাওয়া হয়েছে ইডির দপ্তরে। তাই মনে করা হচ্ছে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে দুজনকে।

এর আগেও সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছিল। গত ২৮ অক্টোবর সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছিল। কিন্তু সেসময় হাজিরা এড়িয়ে যান সুকন্যা। ইডিকে তিনি জানিয়েছিলেন বিশেষ কাজে রাজ্যের বাইরে রয়েছেন। সেকারণে তিনি হাজিরা দিতে পারবেন না। তারপরেই সুকন্যাকে ২ নভেম্বর তলব করা। ২ নভেম্বর সুকন্যা হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন। সেই কথা মতই হাজিরা দেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল।

এদিকে, জানা গিয়েছে এদিন সায়গল হোসেন ও সুকন্যা মণ্ডলকে আলাদা ঘরে বসিয়ে জেরা করা হতে পারে। এরপর দুজনের বয়ান মিলিয়ে দেখা হবে। পরে এক ঘরে বসিয়ে মুখোমুখি জেরা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গরু পাচার কাণ্ডে যে ইডি অফিসার বাংলায় তদন্ত করেছেন, তিনিও রয়েছেন দিল্লি সদর দফতরে।

আরও পড়ুন