তাদের তপশিলি উপজাতি তালিকাভুক্ত করতে হবে। এই দাবিতে দীর্ঘদিন থেকেই সরব হয়েছিল কুর্মি সম্প্রদায়। এবার মঙ্গলবার থেকেই রেল স্টেশন এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখতে শুরু করে কুড়মি সম্প্রদায়ের মানুষ। সেই বিক্ষোভ চলছে এখনো। শুক্রবারেও সেই অবরোধ চলছে। যার জেরে বাতিল করতে হয়েছে দক্ষিণ পূর্ব শাখার বহু ট্রেন। যার জেরে নাজেহাল হচ্ছেন নিত্যযাত্রীরা।
এদিন দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে ট্রেন অবরোধ চলছে। যার জন্য বহু ট্রেন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৫টা ট্রেন বাতিল হয়েছে। এরমধ্যে রয়েছে,
আপ ও ডাউন টাটানগর-খড়গপুর-টাটানগর স্পেশাল
আপ ও ডাউন টাটানগর হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস,
আপ ও ডাউন ঝারগ্রাম-ধানবাদ- ঝারগ্রাম এক্সপ্রেস,
আপ ও ডাউন টাটানগর -দানাপুর- টাটানগর এক্সপ্রেস,
আপ ও ডাউন খড়গপুর- টাটানগর- খড়গপুর স্পেশাল,
আপ ও ডাউন হাওড়া- বড়বিল- হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
এছাড়াও রয়েছে, আপ ও ডাউন হাওড়া-কাঁটাবাঁজি -হাওড়া এক্সপ্রেস
আপ ও ডাউন ধানবাদ টাটানগর -ধানবাদ -এক্সপ্রেস
আপ ও ডাউন চক্রধরপুর -টাটানগর -চক্রধরপুর স্পেশাল
আপ ও ডাউন আদ্রা -বরকাকানা -আদ্রা স্পেশাল
আপ ও ডাউন বোকারো- আসানসোল -বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
আপ ও ডাউন আদ্রা -পুরুলিয়া -আদ্রা স্পেশাল
আপ ও ডাউন আসানসোল -রাচি- আসানসোল স্পেশাল
আপ ও ডাউন চক্রধরপুর -গোমো -চক্রধরপুর এক্সপ্রেস
আপ ও ডাউন আসানসোল- বোকারো- আসানসোল স্পেশাল
ডাউন হাতিয়া খড়গপুর এক্সপ্রেস
আপ ও ডাউন আসানসোল- পুরুলিয়া -আসানসোল স্পেশাল
ডাউন রাচি খড়গপুর এক্সপ্রেস
আপ ও ডাউন কাটিহার -টাটানগর এক্সপ্রেস
আপ ও ডাউন খড়গপুর -ঝাড়গ্রাম -পুরুলিয়া মেমু স্পেশাল
আপ খড়গপুর -ঝাড়গ্রাম মেমু স্পেশাল
আপ ও ডাউন আসানসোল- টাটানগর -আসানসোল এক্সপ্রেস
আপ ও ডাউন বোকারো- রাঁচি -বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার
আপ ও ডাউন খড়গপুর- টাটানগর -খড়গপুর স্পেশাল
আপ ও ডাউন হাওড়া- ঘাটশিলা- হাওড়া এক্সপ্রেস
তবে শুধু বাতিল নয় যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের। ঝাড়গ্রাম এবং সাঁতরাগাছি স্টেশন এর মধ্যে চলা মেমু স্পেশাল ট্রেন খড়গপুর স্টেশন থেকে ছাড়বে।
আপনার মতামত লিখুন :