বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের নয়া প্রকল্প ‘অগ্নিপথ’-এর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। ধীরে ধীরে দেশের প্রায় সব রাজ্যেই ছড়িয়ে পড়ছে এই বিক্ষোভের আঁচ। ব্যাপকভাবে নষ্ট হয়েছে সরকারিই সম্পত্তি, ট্রেনে ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এই বিক্ষোভের প্রভাব সবথেকে বেশি পড়েছে রেলে। এর জেরে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। আজ সপ্তাহের প্রথম দিনেও এই জের অব্যাহত। রাজ্যে রাজ্যে এই বিক্ষোভের কারণে আবারও একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাংলা থেকেও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বেশিরভাগই দুরপাল্লার ট্রেন। এর জেরে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড়।
হাওড়া, শিয়ালদা, কলকাতা থেকে একাধিক ট্রেন বাতিল করা হল আজ সপ্তাহের প্রথম দিনেও। সেই সঙ্গে একাধিক ট্রেনের সময়সূচিও পিছিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে পূর্ব রেল। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু ট্রেন বাতিলের কথা জানানো হয়েছিল। এরপর শনি এবং রবিবারও একাধিক ট্রেন বাতিল করা হয়। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। আজও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এবার দেখে নেওয়া যাক কী কী ট্রেন বাতিল হয়েছে।
সেগুলি হল- ১৫২৩৩ কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস, ১৩০৩১ হাওড়া--জয়নগর এক্সপ্রেস, ১৩১৩৭ কলকাতা-আজমগঢ় এক্সপ্রেস। ১৩৪০১ ভাগলপর-দানাপুর এক্সপ্রেস, ১৫৫৫৩ ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস, ১৩২৪১ বাঁকা-রাজেন্দ্রনগর (টার্মিনাস) এক্সপ্রেস, ১৩৪১৯ ভাগলপর-মুজফ্ফপুর এক্সপ্রেস।
অন্যদিকে, কিছু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। ১৩০২৫ হাওড়া-ভোপাল দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস বেলা ১২ টা ৩৫ মিনিটের বদলে দুপুর ২ টো ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস দুপুর ১ টার বদলে দুপুর ৩ টে ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ১২২৭৩ হাওড়া-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস সকাল ৮ টা ৩৫ মিনিটে না ছেড়ে, ছাড়বে দুপুর ৩ টে ৫ মিনিটে হাওড়া থেকে। ১২৩০৩ হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস সকাল ৮ টার বদলে অনেক পরে দুপুর ২ টো ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ১২৩৭১ হাওড়া-বিকানের এক্সপ্রেস সকাল ৮ টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৫ টায় হাওড়া থেকে ছাড়বে।
এছাড়াও ১৩০২৫ হাওড়া-ভোপাল দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস বেলা ১২ টা ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ২ টো ৩৫-এ হাওড়া থেকে ছাড়বে। আর ১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল ১১ টা ৪৫ মিনিটের জায়গায় দুপুর ৩ টেয় কলকাতা থেকে ছাড়বে। অন্যদিকে, ১৩৪০৯ মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ পর্যন্ত যাবে। আবার ১৩৪১০ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ থেকে চালানো হবে।
আপনার মতামত লিখুন :