1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

রাজ্যের দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের! জেনে নিন কোথায়, কবে?

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৯:১০ পিএম

রাজ্যের দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের! জেনে নিন কোথায়, কবে?
রাজ্যের দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের! জেনে নিন কোথায়, কবে? / প্রতীকী ছবি

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ২৭ ফেব্রুয়ারি রবিবার রাজ্যের ১০৮ পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন হয়েছে। এর মধ্যেই ফের পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। রাজ্য প্রশাসন যতই বলুক না কেন ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে, বিরোধী শিবির তা মানতে নারাজ। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছে। এক হাজারের বেশি অভিযোগ এসেছে। পাশাপাশি অশান্তিতে জড়িত থাকার অভিযোগে অনেককেই গতকাল আটক করে রাজ্য পুলিশ।

এদিকে রবিবার ভোট শেষ হতেই রাজ্যপাল মন্তব্য করেছিলেন যে, ‘পুরভোটে প্রশাসন সম্পূর্ণভাবে একটা শিবিরের পক্ষ নিয়েছে। যা দেখলাম, তাতে মনে হচ্ছে এটা কোনও নির্বাচন নয় বরং যুদ্ধ।’ রাজ্য নির্বাচন কমিশনারকে গতকালই তলব করেছিলেন রাজ্যপাল। হিংসার অভিযোগের বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। পাশাপাশি আজ বিজেপির পুরভোটের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল। সেই বনধকে কেন্দ্র করেও জায়গায় জায়গায় পুলিশের সাথে অশান্তি হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের। এদিকে, এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামিকাল দুটি বুথে পুনর্নির্বাচন হবে। এই দুটি বুথের মধ্যে একটি হল, শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ডের মাহেশ কলোনি যুব কিশোর সঙ্ঘের ৭ নম্বর বুথ এবং দ্বিতীয়টি হল দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ডের লেক পয়েন্ট স্কুলের ৪ নম্বর বুথ। এমনটা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। 

যদিও রাজ্যের মাত্র দুটি পুরসভায় পুনর্নির্বাচন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘সৌরভ দাস আমাদের কৃতার্থ জরেছেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গে কোনও কমিশন নেই। ওনার কোনও নৈতিক অধিকার নেই। আমরা গোটা প্রক্রিয়া-ই বাতিল করার দাবি জানিয়েছি। সৌরভ দাসকে অবিলম্বে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।’

প্রসঙ্গত উল্লেখ্য, হিংসার অভিযোগের বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। সূত্রের খবর, ভোটে সন্ত্রাসের অভিযোগ করে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে বেশ কয়েকটি জায়গায় পুনর্নির্বাচন চেয়েছেন খোদ রাজ্যপাল। 

সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ, রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার। দু’ঘণ্টা দু’জনের মধ্যে কথা হয় বলেই খবর। সেখানেই ভোট পরিচালনা করা নিয়ে রাজ্যপাল তাঁকে বেশ কিছু প্রশ্ন করেন বলে সূত্রের খবর। আরও জানা গিয়েছে যে, রাজ্য নির্বাচন কমিশনারের কাছে রাজ্যপাল জানতে চান যে, কেন একাধিক কেন্দ্রে বিরোধী প্রার্থীদের আক্রান্ত হতে হল? কেন এতো ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটল? কেনই বা এতো সংখ্যায় মানুষ ভোট দিতে পারলেন না? এর পাশাপাশি পুরভোটে পুলিশের নিরপেক্ষতা নিয়েও কমিশনারের কাছে প্রশ্ন তোলেন রাজ্যপাল।

এরপরেই দুটি বুথে ফের ভোটের কথা ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এই দুই বুথে অসঙ্গতি থাকার কারণেই এই সিদ্ধান্ত। 

 

আরও পড়ুন