1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

সিঙ্গুরের মাটি থেকেই কৃষি এবং শিল্পকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ৩, ২০২২, ০৮:০১ পিএম

সিঙ্গুরের মাটি থেকেই কৃষি এবং শিল্পকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর
সিঙ্গুরের মাটি থেকেই কৃষি এবং শিল্পকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বিতর্কের মধ্যেই সিঙ্গুর থেকে কামারকুণ্ডু রেল ব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিঙ্গুরের মঞ্চে দাঁড়িয়ে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের কথা চূড়ান্ত হয়েছিল। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারই জমির ব্যবস্থা করে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন সিঙ্গুরের মঞ্চে দাঁড়িয়ে শিল্পের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আজ মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে নতুন একটি রাস্তার উদ্বোধনের কথাও বলেন। 

এদিন মুখ্যমন্ত্রী রেল প্রকল্পের উদ্বোধন করার আগে সিঙ্গুরে সন্তোষী মায়ের মন্দিরে পুজো দেন। শাড়ি, ফুল-ফল এবং মিষ্টি দিয়ে মায়ের পুজো দেন মুখ্যমন্ত্রী। এদিন সিঙ্গুরে সন্তোষী মায়ের পুজো উপলক্ষে শিশুদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী সিঙ্গুরে মন্দির স্থাপন নিয়ে বলেন, ‘সেই আন্দোলনের সময় বলেছিলাম সিঙ্গুরে জয় পেলে সন্তোষী মায়ের মন্দির করব। আমি ব্রত রেখেছিলাম। এই মন্দিরে এসে ব্রত উদযাপন করলাম।’

এদিন সিঙ্গুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলনের কথা স্মরণ করলেন। যে আন্দোলন রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। এদিন বর্তমানের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রীর কথায় উঠে এল আন্দোলনের সময় তাঁর উপর হওয়া অত্যাচারের কথা। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সিঙ্গুরে বিডিও অফিস থেকে মেরে আমাকে বের করে দেওয়া হয়েছিল। বুকে খুবই আঘাত পেয়েছিলাম। ডানকুনিতেও আমার ওপর অত্যাচার করা হয়।’ এদিন সেই আন্দোলনে সিঙ্গুরবাসীর সাহসের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আন্দোলনের জন্য ১৪টা শিবির আমরা তৈরি করেছিলাম। সেদিনের আন্দোলনের সময় দিনের পর দিন আমাদের খাবার দিয়ে সিঙ্গুরবাসীরা সাহায্য করেছেন।’

সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, সিঙ্গুরে কৃষি এবং শিল্প একইসঙ্গে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, কোচ ফ্যাক্টরি-সহ আরও অন্যান্য ইন্ডাস্ট্রিও হচ্ছে। এদিন তিনি উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটরস-এর কারখানার কথাও বলেন। পাশাপাশি তিনি নিজে পরে কোচ ফ্যাক্টরির উদ্বোধন করতে আসবেন বলেও জানিয়েছেন।  

অন্যদিকে, তিনি এও জানিয়েছেন যে, ডানকুনি থেকে বর্ধমান হয়ে ইন্ডাস্ট্রি চলবে এবং ডেডিকেটেড রেল লাইনও হবে। এদিন মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে, আগামিদিনে সিঙ্গুরের মাটিতে কোটি টাকার ইন্ডাস্ট্রি হবে। শিল্প এবং কৃষিকে একসঙ্গে এগিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন