বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে। জীবনের শেষটাও গানের মধ্যে দিয়েই হল। ইহজগত ছেড়ে এক অন্য সুরের জগত মাতাতে পাড়ি দিলেন কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ।
জনপ্রিয় এই শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বঙ্গের মুখ্যমন্ত্রী। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর হোটেলে ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শিল্পী। আর এটা মেনে নিতে পারছেন না তাঁর অসংখ্য অনুরাগী তথা পরিজনরা। এখনও এটা বিশ্বাস করতে পারছেন না অনেকেই। রাতেই হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গীত পরিচালক তথা কেকের বন্ধু জিৎ গাঙ্গুলি।
এদিন মুখ্যমন্ত্রীও সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি টুইট করে লেখেন, ‘সঙ্গীতশিল্পী কেকের অসময় চলে যাওয়ায় খুবই মর্মাহত৷ এভাবে তাঁর হঠাৎ মৃত্যু মেনে নেওয়া যায় না৷ গতকাল রাত থেকে আমার সহকর্মীরা সবরকমের ব্যবস্থা নিয়েছেন। তাঁর পরিবারের পাশে থাকতে, তাঁদের সাহায্য করতে প্রশাসন প্রস্তুত।’
এদিন বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেকের স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। অত্যন্ত প্রতিভাবান শিল্পী ছিলেন। আমি শোকস্তব্ধ। আমরা গান স্যালুট দেব। সম্ভব হলে কলকাতায় এসে শ্রদ্ধা জানাব। অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতায় ফিরব।’
অন্যদিকে, গভীর রাতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ প্রয়াত। তাঁকে সকলে কেকে হিসেবে চিনতেন। শিল্পীর প্রয়াণে আমার হৃদয় বিদীর্ণ। তাঁর গানের সুর যে কোনও প্রজন্মের মানুষকে মুগ্ধ করেছে। তাঁর গানের মাধ্যমেই আমরা সকলে তাঁকে স্মরণ করব। কেকের পরিবার, পরিজন এবং ভক্তদের সমব্যথী আমি। ওঁ শান্তি।’
এছাড়াও শোকপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন, ‘কে কে প্রতিভাবান সংগীত শিল্পী ছিলেন। বিভিন্ন ধরনের গান গেয়েছেন তিনি। তাঁর অকালমৃত্যুতে ভারতীয় সংগীতের প্রভূত ক্ষতি হল। ভগবানপ্রদত্ত কণ্ঠের জাদুতে উনি অগণিত সংগীত প্রেমীর মনজয় করেছিলেন। ওঁর পরিবার, পরিজন এবং ভক্তদের সমব্যথী আমি। ওঁ শান্তি শান্তি।’
আপনার মতামত লিখুন :