1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

লাইনচ্যুত হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস! অল্পের জন্য রক্ষা যাত্রীদের

মৌসুমি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৭:২৯ পিএম

লাইনচ্যুত হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস! অল্পের জন্য রক্ষা যাত্রীদের
লাইনচ্যুত হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস! অল্পের জন্য রক্ষা যাত্রীদের/ প্রতীকী ছবি

ফের লাইনচ্যুত আরো একটি রেল। শনিবার সন্ধ্যায় ভদ্রক স্টেশনের কাছে, হাওড়া ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। যদিও হতাহতের কোন খবর নেই। তবে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

সূত্রের খবর, এদিন দাগার শাহী লেভেল ক্রসিং এর কাছে সুপারফাস্ট এক্সপ্রেসের সামনে একটি ষাঁড় এসে পড়ে। জোরে ব্রেক কষতে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে একটি বগি। তাতেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেলওয়ের আধিকারিকদের। তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিকে আবার ট্র্যাকে ফেরানোর চেষ্টা করছেন।

স্বাভাবিকভাবে গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। যদিও হতাহতের কোন খবর নেই বলেই জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে দাবি, রেল আধিকারিকদের।

প্রসঙ্গত চলতি বছরেই গুয়াহাটি বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। ঘটনায় আহত ও নিহত হয়েছিলেন বহু মানুষ। এই ট্রেনের প্রায় 12 টি কামরা লাইনচ্যুত হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে এক্ষেত্রে তেমন কোন ঘটনার ঘটেনি।

আরও পড়ুন