বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দিঘা পর্যটকদের পঅন্যতম পছন্দের পর্যটন স্থান। এই দিঘায় ট্রেনে যাওয়ার ক্ষেত্রে অনেকেই দিঘা-কাণ্ডারি এক্সপ্রেসের টিকিট কাটেন। এবার এই দিঘা-কাণ্ডারি এক্সপ্রেস নতুন সাজে সেজে উঠছে। উদ্দেশ্য একটাই, পর্যটকদের স্বাচ্ছন্দ্য দেওয়া সফরকালে। এই ট্রেন একেবারে রাজধানী এক্সপ্রেসের মতোই সাজানো-গোছানো। আজ থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য, করোনা পরিস্থিতি এবং দুর্ঘটনার কথা মাথায় রেখেই দিঘা কাণ্ডারি এক্সপ্রেসে আইসিবি বগির পরিবর্তে জার্মান প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচ লাগানো হল। যা পর্যটকদের অনেকটাই স্বাচ্ছন্দ্য দেবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে এই এক্সপ্রেস ট্রেনে ১৭ টি কোচ ছিল। এবার ১৮ টি কোচ করা হল সেই জায়গায়। প্রতিটি বগিতে আগে ১০০ টি করে আসন সংখ্যা ছিল। এবার থেকে প্রত্যেক বগিতে ৮০ টি করে আসন করা হয়েছে। যেখানে পর্যটকরা অনেকটাই স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন এবং যাতায়াত করতে পারবেন। এর পাশাপাশি মালপত্র রাখার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। নতুন কোচগুলি দেখতে লাল রঙের। আর রাজধানী এক্সপ্রেসের মতোই সাজানো।
অন্যদিকে, যাত্রীরা বলছেন, কোচগুলো আগের থেকে অনেকটাই পরিষ্কার-পরিচ্ছন্ন। আরেকটি বিষয় হল, আগে এই বগিগুলিতে স্ক্রু কাপলিং লাগানো ছিল। এখন এই বগিগুলিতে সিবিসি স্ক্রু লাগানো হয়েছে। যার ফলে আগে ট্রেন দুর্ঘটনা ঘটলে বগিগুলোর একটার পর একটা চেপে গিয়ে বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ছিল, এখন স্প্রিং লাগানোর ফলে দুর্ঘটনায় পড়লে বগিগুলো একটা পর একটা পাশে দাঁড়িয়ে যাবে। এই প্রযুক্তি রেলের নতুন প্রযুক্তি। এখানেই শেষ নয়। সেইসঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, ট্রেনে স্যানিটাইজেশনের সুবন্দোবস্ত করা হয়েছে। শৌচালয়ও খুব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছে। যাত্রীদের দাবি, এই পরিষেবা চালু থাকলে পর্যটক সংখ্যাও আগামীদিনে আরও বাড়বে। রেল সূত্রে জানা যাচ্ছে, পরবর্তীতে সমস্ত ট্রেনগুলিতেই এই ধরনের বগি লাগানো হবে।
আপনার মতামত লিখুন :