1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

লেনদেন চলাকালীন হঠাৎই এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড! দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ১০, ২০২২, ০৪:১৫ পিএম

লেনদেন চলাকালীন হঠাৎই এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড! দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
লেনদেন চলাকালীন হঠাৎই এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড! দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদনঃ দিনের ব্যস্ত সময়ে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় লেনদেন চলাকালীন আচমকাই বিপত্তি ঘটে। হঠাৎ করেই ওই ব্যাঙ্কের শাখায় আগুন লেগে যায়। এসির পাশ থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে। নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাঙ্কের ভিতর। সেই সময় ব্যাঙ্কের প্রায় ২০ জন গ্রাহক এবং চারজন ব্যাঙ্ক কর্মী উপস্থিত ছিলেন। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ভাঙাকুটি এলাকায়। 

এই ঘটনা ঘটতেই ব্যাঙ্কের ভিতরে থাকা কর্মী এবং গ্রাহকরা আতঙ্কে বাইরে দ্রুত বেরিয়ে আসেন। উল্লেখ্য, যে ব্যাঙ্কে আগুন লেগেছিল, সেই ব্যাঙ্কের উপরের ফ্লোরেই আরও একটি বেসরকারি ব্যাঙ্ক রয়েছে বলেও জানা গিয়েছে। আগুন আতঙ্কে সেখানকার কর্মী এবং গ্রাহকরাও নিচে নেমে আসেন। এরপরই খবর যায় দমকলে। পাশেই দমকল কেন্দ্র থাকায়, দ্রুত প্রথমে একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আরও দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। 

যে ব্যাঙ্কে আগুন লাগে, সেই ব্যাঙ্কের এক কর্মী জানিয়েছেন যে, শর্টসার্কিটের কারণে প্রথমে এসিতে আগুন লাগে, পরে সেখান থেকে সার্ভার রুম এবং ফ্লোরের অন্যান্য জায়গায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরও জানিয়েছেন যে, এই অগ্নিকাণ্ডের জেরে ফ্লোরের আসবাবপত্র, অফিশিয়াল গুরুত্বপূর্ণ কাগজপত্র-সহ একাধিক প্রয়োজনীয় জিনিস পুড়ে গিয়েছে। 

অন্যদিকে, দমকল আধিকারিক ভাস্কর পাল জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানিয়েছেন, ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

 

আরও পড়ুন