নজরে পঞ্চায়েত নির্বাচন তার আগে জনসংযোগ জোরদার করতে নতুন কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল থেকে শুরু হচ্ছে, দিদির দূত এবং দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে দলীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পর্ব।
এই কর্মসূচি হবে দুটি পর্যায়ে। জানা গিয়েছে প্রথম পর্যায়ে প্রত্যেক সাংসদ, বিধায়ক, সভাধিপতি, জেলা প্রেসিডেন্ট, জেলা চেয়ারম্যান, দলীয় মুখপাত্রদের মিলিয়ে ৩২০ জন এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। দলীয় কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন।এলাকা পরিদর্শন করে এলাকারই কোনও কর্মীর বাড়িতে রাতও কাটাতে পারেন তাঁরা। প্রায় সাড়ে ৩ লক্ষ ভলান্টিয়ার। তাঁরা মানুষের বাড়ি বাড়ি যাবেন।
অন্যদিকে, দিদির দূত হিসেবে যারা কাজ করবেন তাদেরকেও বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে। প্রতি বুথ থেকে পাঁচজন কর্মীকে বেছে নেওয়া হয়েছে যারা দিদির দূত হিসেবে কাজ করবেন। বুথের মনোনীত কর্মীদের কাছে থাকতে হবে অ্যান্ড্রয়েড ফোন। প্রত্যেক ‘দিদির দূত’-এর কাছে থাকবে আইপি নম্বর।
এই দিদির দূত হিসেবে কাজ করা কর্মীদের ফোনে ` দিদির দূত` অ্যাপটি ডাউনলোড করতে হবে। প্রত্যেক ‘দিদির দূত’-এর কাছে থাকবে আইপি নম্বর। এই কর্মীরা যখন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ শুনবেন সেই যাবতীয় তথ্য ওই অ্যাপে তোলা হবে। আর তা সরাসরি নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় মনিটরিং সেল।
আপনার মতামত লিখুন :