1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

পা পিছলে চলন্ত ট্রেন থেকে পড়লেন বৃদ্ধ! বাঁচাতে এগিয়ে এলেন দুই মহিলা RPF, তারপর?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৮:৪১ পিএম

পা পিছলে চলন্ত ট্রেন থেকে পড়লেন বৃদ্ধ! বাঁচাতে এগিয়ে এলেন দুই মহিলা RPF, তারপর?
পা পিছলে চলন্ত ট্রেন থেকে পড়লেন বৃদ্ধ! বাঁচাতে এগিয়ে এলেন দুই মহিলা RPF, তারপর?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ যাত্রীদের নিরাপত্তা এবং যাবতীয় সুবিধার দেখভালের জন্যই রেলের পক্ষ থেকে গঠন করা হয়েছে ‘মাই সহেলি টিম’। এবার রেলের এই বিশেষ টিমেরই দুই কর্মীর তৎপরতায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ। পা পিছলে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার মুহূর্তে তাঁকে ধরে ফেললেন ‘মাই সহেলি টিম’-এর দুই মহিলা আরপিএফ কর্মী। এরপর তাঁর প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন তাঁরা। শনিবার মাঝরাতে এমনই এক মানবিক ঘটনার সাক্ষী থাকল মেদিনীপুর স্টেশন।  


রেলের সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম এ এন বোরদে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর রাত ২টো ৪৪ মিনিট নাগাদ মেদিনীপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল আপ হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস। সেই সময় ট্রেনের দরজা ধরে এক প্রৌঢ়কে প্রথমে ঝুলতে দেখেন ‘মাই সহেলি’ টিমের সদস্য কনস্টেবল সুপ্রিয়া গড়াই এবং শোভা সিং। নিমেষের মধ্যেই বৃদ্ধ পড়েও যান। একটুও দেরি না করে, ‘মাই সহেলি’ টিমের দুই সদস্য ছুটে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেন। জানা গিয়েছে, ওই বৃদ্ধের কোনও চোট লাগেনি। তবে, কয়েক সেকেন্ড দেরি হলে, একেবারে নীচে লাইনে পড়ে যেতেন বৃদ্ধ। ঘটনার পরে তাঁর প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন ওই দুই মহিল আরপিএফ।


গোটা ঘটনায় হতভম্ব বৃদ্ধ তাঁর প্রাণ বাঁচানোর জন্য ওই দুই মহিলা আরপিএফ-কে ধন্যবাদ জানিয়েছেন। সঠিক সময়ে ওই দুই মহিলা আরপিএফ না এলে তিনি বাঁচতেন না বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তিনি জানিয়েছেন যে, তাঁর মাথা ঘুরে গিয়েছিল। তার জন্যই তিনি পড়ে গিয়েছিলেন। এই গোটা ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। 


প্রসঙ্গত উল্লেখ্য, স্টেশন চত্বর ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা, সুবিধা-অসুবিধার তদারকি করার জন্যই বিশেষ বাহিনী ‘মাই সহেলি টিম’ গঠন করেছে রেল। মূলত মহিলা RPF কর্মীদের নিয়েই এই টিম গঠিত। এই বিশেষ টিমের সদস্যরা স্টেশন চত্বরে যাত্রীদের ট্রেন থেকে ওঠা-নামায় তদারকি করা ছাড়াও ট্রেনে উঠেও খোঁজখবর নেন।

আরও পড়ুন