এবার লটারি কাণ্ডে তদন্তে নামল সিবিআই। দশ মাস আগে এক কোটি টাকার লটারি জিতেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও এই বিষয়টি কখনোই স্বীকার করেননি তিনি। এরপর এই ঘটনার তদন্তে এবার বীরভূমের বোলপুরের সেই লটারির দোকানে গেলেন সিবিআই অফিসাররা।
চলতি বছরের জানুয়ারি মাসে এক জনপ্রিয় নামজাদা লটারি সংস্থার একটি ওয়েবসাইটে দেখা যায় এক কোটি টাকার লটারি জিতেছেন অনুব্রত মণ্ডল। যদিও এই নিয়ে কখনোই মুখ খোলেননি তিনি। সব সময় হেঁয়ালি করে গিয়েছেন। এবার সেই লটারি কাণ্ডে তৎপর হলো সিবিআই।
এদিন সকালে বোলপুরের ওই গাঙ্গুলী লটারি নামক দোকানে হানা দেয় সিবিআই। আজ সকালে সুশান্ত ভট্টাচার্য সহ সিবিআই এর তিন আধিকারিক ওই লটারির দোকানে পৌঁছন। দোকানের মালিক কে একটি নোটিশ দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। সেখানে যত দ্রুত সম্ভব অনুব্রত মণ্ডলের পাওয়া লটারি সংক্রান্ত যাবতীয় নথি সিবিআই এর বোলপুরের অস্থায়ী ক্যাম্পে জমা দিতে বলা হয়েছে।
এদিকে ইতিমধ্যেই মঙ্গলবার নিজাম প্যালেসে ডেকে ওই লটারির এজেন্টকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সূত্রের খবর, সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছে অনুব্রত মণ্ডল নিজেই সেই টিকিট কিনেছিলেন নাকি অন্য কারোর মাধ্যমে সেই টিকিট কেনা হয়েছিল। গরু পাচারের মোটা অংকের কালো টাকা এই লটারির মাধ্যমেই সাদা করতে চেষ্টা করা হচ্ছিল কিনা সে বিষয়েও অবশ্য খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আপনার মতামত লিখুন :