গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ১১ মাসের শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা এলাকার আন্দুয়া গ্রামে।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে বাড়ির সামনে বসে ছিল ১১ মাসের ওই শিশু। এরপর হঠাৎই একটি স্করপিও গাড়ি চলে আসে সামনে। বাড়ির সামনেই শিশুটিকে চাপা দিয়ে দেয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
পরিবারের তরফের অভিযোগ, স্করপিও গাড়িটির চালক ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। তখনই গাড়ির চাকা ডান দিকে চেপে যায়। এরপরে নিয়ন্ত্রণ রাখতে না পেরে শিশুটির উপর উঠে যায় গাড়িটি। ঘটনাস্থলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এগারো মাসের আনাস শেখের।
এরপর গুরুতর জখম অবস্থায় তাকে ফারাক্কা বেনিয়া গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে মৃতদেহটিকে। ইতিমধ্যেই ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু গাড়ির চালক এখনো পলাতক। পুরো ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ।
আপনার মতামত লিখুন :