বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চা শ্রমিকের স্বার্থরক্ষার জন্য তাঁদের সংঘবদ্ধ করে লড়াই। প্রায় এক দশকের বেশি সময় পরে পাহাড়ের চা শ্রমিকদের একত্রিত করে এই প্রথমবার তাঁদের মনের কথা জানতে উদ্যোগী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে জলপাইগুড়ির মালবাজারে চা শ্রমিকদের কেন্দ্রীয় সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি চা শ্রমিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় বস্তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, চা শ্রমিকদের নিয়ে এই সম্মেলন এই প্রথম। এর আগে অবশ্য শ্রমিকদের স্বার্থে এমন সম্মেলন করেছেন তিনি। মনে করা হচ্ছে, আজ এই সম্মেলন থেকে উত্তরের চা-শ্রমিকদের নানা সমস্যার সমাধানের পথের সন্ধান দিতে পারেন অভিষেক। শনিবার সন্ধের সময়ই তিনি শিলিগুড়ি পৌঁছেছেন। তাঁকে ঘিরে সেখানে দলীয় কর্মী-সমর্থকদের বিপুল জমায়েত হয়।
এর মধ্যে শনিবারই মালবাজারের ফরওয়ার্ড ক্লাবের মাঠে ১২০০ চা-শ্রমিককে নিয়ে একটি কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই তাঁদের যাবতীয় সমস্যা দিয়ে আলোচনা হয়। এখানেই শেষ নয়, দলের শ্রমিক সংগঠন এবং জেলা নেতৃত্বের সঙ্গেও আলোচনা করেছেন। এরপর আজ শ্রমিকদের নিয়ে সম্মেলনে বার্তা দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আজ রবিবার অভিষেকের সভা মালবাজার শহরের আর আর স্কুলের মাঠে। সম্মেলনের প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গেছে। গোটা মালবাজার শহর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সম্মেলনের জন্য। এদিকে, বিজেপি বলছে, এই বলয়ে তাঁদেরই আধিপত্য থাকবে। পাশাপাশি চা বাগানে নুন্যতম মজুরি চালু না হওয়ায়, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে প্রচার করছে গেরুয়া শিবির।
আজকের সম্মেলন আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল পায়নি তৃণমূল। আবার উত্তরবঙ্গকে বারবার ভাগ করার কথা বলেছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রীর সাফ কথা, এক বিন্দু রক্ত থাকতেও, বাংলা ভাগ হতে দেবেন না তিনি। এই অবস্থায় আজকে অভিষেকের এই সম্মেলন স্বাভাবিকভাবেই অতি তাৎপর্যপূর্ণ।
আপনার মতামত লিখুন :