1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

অত্যাধিক গরমের জের? হাওড়ায় মৃত্যু এক টোটো চালকের

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ১০:৪৮ পিএম

অত্যাধিক গরমের জের? হাওড়ায় মৃত্যু এক টোটো চালকের
অত্যাধিক গরমের জের? হাওড়ায় মৃত্যু এক টোটো চালকের / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ বেড়েই চলেছে রাজ্যের তাপমাত্রা। কিছু কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও দেখা নেই। এমনকি কালবৈশাখীরও কোনও দেখা নেই। 

এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনার কথা থাকলেও, বৃষ্টি হয়নি। এর উপর রবিবারই কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছেই ছিল। মানুষ গরমে নাজেহাল। হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। সেই সঙ্গে গরম আরও বাড়বে। এই হাওয়া বদলের কারণে অস্বস্তি আরও বাড়ার সম্ভবনা রয়েছে। চড়া রোদের পাশাপাশি আপেক্ষিক আদ্রতার পরিমাণও বাড়বে শহর ও শহরতলী এলাকায়। গরমে কাহিল মানুষ। পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভবনা রয়েছে। বইবে ‘লু’। এই অবস্থায় শিশু এবং বয়স্কদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। 

এদিকে, এই অত্যাধিক গরমের মধ্যে রাজ্যে একজনের মৃত্যু হল। মনে করা হচ্ছে, অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হাওড়ায়। হাওড়ায় এক টোটো চালকের এদিন মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে।

জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম বসু মণ্ডল। বয়স ৫৫ বছর। পেশায় টোটো চালক। রোজকার মতোই এদিনও তিনি টোটো নিয়ে বেরিয়েছিলেন। দুপুরের দিকে ব্যাটরা থানার সানপুর মোড়ে রাস্তায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই অত্যাধিক গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই টোটো চালকের।

 

আরও পড়ুন